ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

মেসির সেই বিশ্বরেকর্ড ভাঙার খুব কাছে এই তারকা ফুটবলার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ মে ১৯ ২১:২৬:৫৫
মেসির সেই বিশ্বরেকর্ড ভাঙার খুব কাছে এই তারকা ফুটবলার

২০১১-১২ মৌসুমটা দারুণ কেটেছিল লিওনেল মেসির। ওই বছর ৭৩ গোলের পাশাপাশি বার্সেলোনার হয়ে তিনি করেছিলেন ৩২ অ্যাসিস্ট। ওই বছর লিগে সর্বোচ্চ ১৯টি অ্যাসিস্ট করেছিলেন তিনি। বাকিগুলো হলো- চ্যাম্পিয়ন্স লিগে ৫টি, কোপা দেল রেতে ৪টি, সুপারকোপায় ২টি, ক্লাব ওয়ার্ল্ড কাপে একটি ও সুপার কাপে একটি।

ডি ব্রুইনা এ বছর এ পর্যন্ত করেছেন ২৮টি অ্যাসিস্ট। এরমধ্যে প্রিমিয়ার লিগে সর্বাধিক ১৮টি অ্যাসিস্ট এসেছে তার পা থেকে। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগে ৬টি, এফএ কাপে ২টি ও কারাবো কাপে ২টি অ্যাসিস্ট করেছেন তিনি।

এ মৌসুমে ম্যানচেস্টার সিটির আরও ৫টি ম্যাচ বাকি। পাঁচ ম্যাচে ব্রুইনা ৫টি অ্যাসিস্ট করতে পারলেই মেসির রেকর্ড নিজের দখলে নেবেন। ৩১ বছর তারকা কি সেই অর্জন নিজের নামে লেখাতে পারবেন?

প্রসঙ্গত ২৮ অ্যাসিস্টের পাশাপাশি ব্রুইনা এ মৌসুমে ১০টি গোল করেছেন। এরমধ্যে প্রিমিয়ার লিগে ৭টি, চ্যাম্পিয়ন্স লিগে ২টি ও এফএ কাপে একটি গোল করেছেন তিনি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ