ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

মিরাজ-শান্তকে নিয়ে অবিশ্বাস্য ভবিষ্যৎবানী করলেন আকরাম

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ মে ২১ ১৮:১৭:১৬
মিরাজ-শান্তকে নিয়ে অবিশ্বাস্য ভবিষ্যৎবানী করলেন আকরাম

এই কারনে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টেও সাকিবকে পাবে না বাংলাদেশ। তার পরিবর্তে বাংলাদেশকে সাদা পোশাকে কে নেতৃত্ব দেবেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। যদিও এরই মধ্যে গুঞ্জন আছে মেহেদী হাসান মিরাজ, লিটন দাস ও নাজমুল হোসেন শান্তর মধ্যে কেউ একজন বাংলাদেশের অধিনায়ক হতে পারেন।

বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান জানিয়েছেন, শান্ত-লিটনদের মধ্যে অধিনায়কত্বের গুণ রয়েছে। যাকেই দায়িত্ব দেয়া হোক তাতে চিন্তার কিছু নেই। যদিও নতুন অধিনায়ক কে হবেন তা নিয়ে অধিনায়ক, নির্বাচকরা সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তিনি।

আকরাম বলেন, 'এটা তো পুরোপুরি বোর্ডের সিদ্ধান্ত। বোর্ড সিদ্ধান্ত নিবে কে ক্যাপ্টেন হবে না হবে। এখন এই নিয়ে কিছু বলার যাবে না। ওরা তো ফিউচার প্লেয়ার (শান্ত-লিটন)। যখনই এদেরকে পিক করা হয়েছিল কিছু প্লেয়ারের ক্যাপ্টেনসি গুণ থাকে। এইগুলো এদের মধ্যে আছে।'

অধিনায়কত্বের জন্য ৫-৬জন বিবেচনায় আছেন বলে নিশ্চিত করেছেন আকরাম। তার ভাষ্য, 'আপনার প্রায় ৫-৬ জন্য ক্যান্ডিডেড আছে। এটা ডিপেন্ড করছে বর্তমান ক্যাপ্টেন যে আছে, সিলেক্টর, কোচ আছে। ওরা মিলে সিদ্ধান্ত নিবে। ক্যাপ্টেন আছে ৫-৬ জন। যাকে পছন্দ হবে তাকেই নেবে।'

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের আগে লম্বা সময়ের বিরতি পাচ্ছে বাংলাদেশ। এটাকে ইতিবাচক ভাবেই দেখছেন আকরাম। তিনি বলেন, 'আমাদের যে রকম এফটিপি আছে আমরা যত রেস্ট পাবো তত ভালো। দেখেন বিপিএল হলো, বিদেশি দল আসল, আমরা গেলাম, টেস্ট হলে ভালো হবে। সবচেয়ে ভালো হবে, সাকিবের ফিরে আসাটা। ও সময় পেয়ে গেল।'

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ