ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

তাসকিনকে নিয়ে প্রধান কোচের অবিশ্বাস্য মন্তব্য

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ জুন ১৩ ১৫:৩২:১৬
তাসকিনকে নিয়ে প্রধান কোচের অবিশ্বাস্য মন্তব্য

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলার সময়ই সাইড স্ট্রেইনের চোটে পড়েন তাসকিন। এরপর সুস্থ হওয়ার জন্য দিন কয়েক সময় পেলেও চোট থেকে সেরে উঠতে পারেননি তিনি। যে কারণে বাদ পড়েন আইরিশদের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ থেকেও।

এদিকে চোটের ঝুঁকি এড়াতে দীর্ঘ পরিসরের ক্রিকেটেই তাকে না খেলানোর পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের। এমনকি ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খুব প্রয়োজন না হলে, তাসকিনকে না খেলানোরই কথা। মূলত দলের সঙ্গে রেখে পরিচর্যা করার জন্যই তাকে (তাসকিন) স্কোয়াডে রাখা হয়।

তবে আফগানদের বিপক্ষে সফরের একমাত্র টেস্টের আগে টাইগারদের পেস ইউনিটের এ সেনসেশন তৈরি বলে জানিয়েছেন, হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

মঙ্গলবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টাইগারদের কড়া এ হেডমাস্টারের দাবি, পুনর্বাসন প্রক্রিয়া শেষে তৈরি এই পেসার।

হাথুরুর ভাষ্য, তাসকিন আসলে সত্যি খুব খুব ভালো অনুশীলন করেছে, পুনর্বাসনের সময়টাতে। সে সেরা অবস্থায় আছে, যেটা আমরা দেখেছি। যদি আমরা তাকে খেলাতে চাই, তাহলে সে তৈরি আছে। ওর এখন কোনো ইনজুরি নেই। বোলিংয়ের ওয়ার্কলোডটা এই সময়ে একটু চিন্তার বিষয়। তাকেও আমরা আজকের অনুশীলনের পর দেখবো।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ