ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

বাংলাদেশের সাথে টেস্ট খেলার জন্য জার্সিও ছিল না আফগানিস্তানের

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ জুন ১৪ ১৪:৪৩:৫৯
বাংলাদেশের সাথে টেস্ট খেলার জন্য জার্সিও ছিল না আফগানিস্তানের

১০জুন বাংলাদেশে পা রাখে আফগানিস্তান। ১১জুন বাংলাদেশে এসে পৌঁছানোর কথা ছিল দলটির টেস্ট ও প্র্যাক্টিস জার্সি। কিন্তু শেষ পর্যন্ত সব ক্রিকেটারের জার্সি সময়মত এখানে এসে পৌছাতে পারেনি।

এমন অবস্থায় প্রথম টেস্টে টেস্ট জার্সি পরে মাঠে নামা নিয়ে তৈরি হয় সংশয়। যদিও শেষ পর্যন্ত সফরকারী দলটিকে সহায়তা করতে এগিয়ে আসে বাংলাদেশের একটি জার্সি প্রস্তুতিকারী প্রতিষ্ঠান।

আসওয়াদ স্পোর্টস নামের কম্পাটি ১১ জুন জার্সি তৈরির অর্ডার গ্রহন করে ম্যাচের আগের দিন জার্সি ডেলিভারি দিতে সক্ষম হয়। আফগানিস্তানের ম্যানেজার হতে এই অর্ডারটি গ্রহন করেন আসওয়াদ স্পোর্টসের কর্নধর ফাহিম মুনতাসির রহমান।

এই বিষয়কে ক্রিকফ্রেঞ্জিকে ফাহিম মুনতাসির বলেন, 'আসলে ওদের যে জার্সিগুলো আসার কথা ছিল তা সময়মত এসে পৌছায়নি বা কোন এক জটলতায় আটকে গিয়েছিল। পরবর্তীতে ওদের (আফগানিস্তান) মিডিয়া ম্যানেজার আমার সঙ্গে যোগাযোগ করে।'

'আমি ১১ জুন ওদের টেস্ট ও প্র্যাক্টিস জার্সির অর্ডারটি নেই। ম্যাচের আগের দিন তা সময়মত ডেলিভারি দিতে সক্ষম হই। জার্সি নিয়ে জটিলতা তৈরি হওয়ায় ওরা একটু দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল' আরও যোগ করেন তিনি।

এদিকে এই জার্সি তৈরিতে উন্নত মানের কাপর ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন মুনতাসির। ২০২২ কাতার বিশ্বকাপে ব্রাজিল যে কাপর ব্যবহার করে জার্সি বানিয়েছিল তা দিয়ে আফগানিস্তানের জার্সি তৈরি হয়েছে বলে জানান আসওয়াদ স্পোর্টসের কর্ধণর।

ফাহিম মুনতাসির বলেন, 'বিশ্বকাপে ব্রাজিল যে কাপর দিয়ে জার্সি বানিয়েছিল আমরা সেটাই ব্যবহার করেছি। অনুশীলনের জার্সি তৈরি হয়েছে সেটা দিয়েই। যার নাম জ্যাকুয়ার্ড ফ্যাব্রিক্স আর টেস্ট জার্সি তৈরি হয়েছে মের্সিলেস ফ্যাব্রিক্স দিয়ে।'

এই মুহূর্তে মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশের কম্পানির তৈরিকৃত জার্সি পড়েই টেস্ট খেলছে বাংলাদেশ। বিপদে সফরকারী দলটিকে সহায়তা করায় পুরো আফগানিস্তান দলের ধন্যবাদ পেয়েছেন বলেও নিশ্চিত করেছেন ফাহিম মুনতাসির।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ