ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

২৬ ইনিংসের খরা সুর করল মুমিনুল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ জুন ১৬ ১৮:২৯:১৩
২৬ ইনিংসের খরা সুর করল মুমিনুল

ইয়ামিন আহমেদজাইর বাউন্সারে কী সাবলীলভাবেই না আপারকাট করে দিলেন এই সাবেক অধিনায়ক মুমিমুল হক। তিনি তখন সেঞ্চুরির দ্বারপ্রান্তে। চার মেরেই স্পর্শ করে কাঙ্ক্ষিত তিন অঙ্ক।

আজ ১৬ জুন শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে হার না মানা ১২১ রানের ইনিংস খেলেন। ১৪৫ বলে ১২টি চার ও ১টি ছক্কায় এ রান করেছেন তিনি। এর আগে সবশেষ সেঞ্চুরিটা সেই ২০২১ সালের এপ্রিলে করেছিলেন মুমিনুল। পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন ১২৭ রানের ইনিংস। তখন বাংলাদেশ দলের অধিনায়কও ছিলেন তিনি।

জাকির হাসান রানআউট হওয়ার পর মাঠে নামেন মুমিনুল। জুটি বাঁধেন দুই ইনিংসে সেঞ্চুরি তোলা শান্তর সঙ্গে। দারুণ কিছু শটে ৬৭ বলে তুলে নেন ফিফটি। এরপর দেখা পান সেঞ্চুরিরও। মাঝে তার বিরুদ্ধে রিভিউ নিয়েছিলেন আফগানরা। তবে সফল হননি।

এদিন ইনিংসের শুরুটা নড়বড়ে ছিল মুমিনুলের। যদিও তৃতীয় বলেই পেয়েছেন বাউন্ডারি। তার বিরুদ্ধে জোরালো আবেদনও ছিল কয়েকবার। একবার রিভিউও নেয় আফগানরা। তবে সফল হয়নি তারা। সেই সঙ্গে ধীরে ধীরে নিজেকে মানিয়ে নিয়ে বাংলাদেশের লিডকে বড় করতে কার্যকরী ভূমিকা রাখেন তিনি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ