ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

দিনের শুরুতেই টাইগারদের বোলিং তাণ্ডবে দিশেহারা আফগানরা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ জুন ১৭ ১০:৫২:৫৯
দিনের শুরুতেই টাইগারদের বোলিং তাণ্ডবে দিশেহারা আফগানরা

চতুর্থ দিনের প্রথম সেশনে দ্বিতীয় বারের মতো বল হাতে আফগান বধ করতে আক্রমণে আসেন এবাদত। প্রথম বলেই বেক অফ-লেংথের ডেলিভারি। কিছুটা সটকে মিড-উইকেটে ঠেলে দেওয়ার চেষ্টা করেন জামাল। পরের বলেই রাখলেন কিছুটা ভিন্নতা। এ যাত্রায় কিছু বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়েই তা ডিফেন্ড করেন এই ব্যাটার। পরপর দুই ডটবল।

এতে কিছুটা চাপেই পড়েন আফগানদের এই টপ-অর্ডার ব্যাটার। তৃতীয় বলে এবাদতের আরও দুর্দান্ত লেংথ। তবে এই বলে কিছুই করার ছিল না নাসির জামালের। অফ-স্ট্যাম্পের ওপর গুডলেংথে থাকা বলটি দ্রুতই লাফিয়ে উঠে। এই বলে চাইলেই খোঁচা দিতে পারতেন নাসির জামাল। তবে এবারও ডিফেন্ড করতে গিয়ে উইকেটরক্ষক লিটনের হাতে সহজ ক্যাচ তুলেন দেন তিনি। এতে ৪৮ রানে তৃতীয় উইকেট হারায় আফগানিস্তান। আর বাংলাদেশ শিবিরে দিনের প্রথম সাফল্য।

এর আগে, নাজমুল হোসেন শান্তর অতিমানবীয় ব্যাটিংয়ে ভর করেই প্রথমবারের মতো প্রতিপক্ষকে ছয়শ রানের অধিক টার্গেট দিয়েছে বাংলাদেশ। তৃতীয় দিনে মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে চা বিরতির পর ৪ উইকেটে ৪২৫ রান সংগ্রহের পর দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। এরপর ৬৬২ প্রায় অসম্ভব লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২ উইকেটের বিনিময়ে ৪৫ রানে দিন শেষ করে আফগানরা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ