ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

বিপদের মধ্যেও বারবার সংবাদ সম্মেলনে আফগান কোচ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ জুন ১৭ ১১:১৪:৩৫
বিপদের মধ্যেও বারবার সংবাদ সম্মেলনে আফগান কোচ

এরপর ৬৬২ প্রায় অসম্ভব লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২ উইকেটের বিনিময়ে ৪৫ রানে দিন শেষ করেছে আফগানরা। জয়ের জন্য এখনও আফগানিস্তানের দরকার ৬১৭ রান, হাতে আছে ৮ উইকেট আর দুইদিন। তাই এ ম্যাচে জিততে হলে অসাধ্য সাধন করতে হবে আফগানদের।

এদিকে ম্যাচ শুরুর পর তিনদিনই আফগানদের হয়ে সংবাদ সম্মেলনে আসেন তাদের কোচ জোনাথন ট্রট। স্বভাবতই প্রশ্ন উঠে, ক্রিকেটাররা কেউ কেন আসছেন না! তবে এর যুক্তিসঙ্গত জবাবও দিয়েছেন আফগান কোচ।

তার (ট্রট) দাবি, কোচ হিসেবে সামনে থেকে দলের প্রয়োজনে কাজ করছেন তিনি।

ট্রটের ভাষ্য, আমার কোনো অসুবিধা নেই। আমার মনে হয়, কোচ হিসেবে কাজ হচ্ছে সামনে এগিয়ে আসা আর এসব জিনিস ব্যাখ্যা করা। বিশেষ করে, যখন কিছুই আমাদের পক্ষে যাচ্ছে না। আমার মনে হয়, এটা আমার কাজ।

দল ভালো করতে পারছে না বলেই কি ক্রিকেটাররা সংবাদ সম্মেলনে আসছেন না, প্রশ্নেও সাবলীল জবাব আফগান এ কোচের। তার মন্তব্য, ছেলেরা আপনাদের জটিল প্রশ্ন বোঝার ব্যাপারে খুব একটা আত্মবিশ্বাসী নয়। কারণ, আপনারা খুবই চালাক। তারা হয়তো আপনাদের প্রশ্ন বুঝবে না। এখানে কিছু নার্ভাসনেস আর একটু লাজুকতার ব্যাপারও আছে। কিন্তু আমি ছেলেদের আসার জন্য সাহস যোগাচ্ছি।

এ ছাড়া ভাষাগত জটিলতার প্রসঙ্গও টেনে আনলেন ট্রট। এ কোচ জানালেন, আমার লক্ষ্য তরুণ ও অনভিজ্ঞ দলের মনোযোগ এখন খেলার ভেতরই থাকুক। তাই তিনি নিজেই বারবার আসছেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ