ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

রোহিতকে নিয়ে ভয়াবাহ বার্তা দিল আকাশ চোপড়া চোপড়া

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ জুন ১৮ ১৭:১৯:৫৪
রোহিতকে নিয়ে ভয়াবাহ বার্তা দিল আকাশ চোপড়া চোপড়া

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্স পাঁচটি শিরোপা জিতিয়েছেন রোহিত। অধিনায়ক হিসেবে এমন সাফল্য পাওয়ার পর ট্রফি জিততে বিরাট কোহলির পর রোহিতের কাঁধে নেতৃত্বভার তুলে দেয় বিসিসিআইসিসি। নেতৃত্ব নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারই ব্যর্থ হয়েছেন রোহিত।

জিততে পারেননি সবশেষ এশিয়া কাপও। ওয়ানডে ক্রিকেটে অবশ্য এখনও তেমন পরীক্ষার মাঝে পড়তে হয়নি তাকে। ৫০ ওভারের ক্রিকেটে রোহিতের সবচেয়ে বড় পরীক্ষাটা হবে ২০২৩ বিশ্বকাপে। টেস্টে অবশ্য শিরোপার ছোঁয়ার মিশনে ব্যর্থ রোহিতের দল।

প্রথম আসরে নিউজিল্যান্ডের কাছে হেরে শিরোপার স্বপ্নভঙ হয়েছিল ভারতের। এবার ট্রফি জিততে পারেননি অস্ট্রেলিয়ার কাছে হেরে। অধিনায়ক হিসেবে রোহিতের পরিসংখ্যান একেবারে খারাপ নয়। সাত ম্যাচের মাঝে চারটিতেই জয় পেয়েছে তার দল। তবে শিরোপা জিততে না পারায় টেস্টের নেতৃত্ব হারাতে হতে পারে রোহিতকে।

এমন গুঞ্জন বেশ ভালোভাবেই চড়াও হয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে। যদিও এখন মন্তব্য পাওয়া যায়নি বিসিসিআইয়ের কাছ থেকে। রোহিত অধিনায়ক ও ক্রিকেটার হিসেবে ভালো হলেও বয়স যে তার বিপক্ষে সেটাই মনে করিয়ে দিয়েছেন চোপড়া।

নিজের ইউটিউব চ্যানেলে চোপড়া বলেন, ‘রোহিত খুবই ভালো অধিনায়ক। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। রোহিত ব্যাটার হিসেবেও ভালো। এটাতেও সন্দেহ নেই। তবে ভবিষ্যত এভাবেই থাকবে আমার সেটা মনে হয় না। কারণ টানা দুইবার ফাইনালে উঠলেও একবারও শিরোপা জিততে পারেনি। বয়স তার পক্ষে না। এটাই আসলে বাস্তবতা।’

চলমান অ্যাশেজ দিয়ে শুরু হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী আসর। বয়স পক্ষে না থাকলেও রোহিত চাইলে ২০২৩-২৫ চক্রে খেলতে পারবে বলে মনে করেন চোপড়া। ছয়টা সিরিজ তার জন্য অনেক সময় বলেও জানান তিনি।

চোপড়া বলেন, ‘আপনি যখন পরের দুই বছরের দিকে তাকাবেন তখন আরও একটি চক্র যেটা ২০২৩-২৫। সে যদি টেস্ট ক্রিকেট খেলতে চায় তাহলে এখনও খেলতে পারবে। ছয়টা সিরিজ অনেক সময়।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ