ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

ইংল্যান্ড বিপক্ষে অ্যাশেজের প্রথম টেস্টে জয়ের পরেও চরম দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ জুন ২১ ২০:৩৪:১৬
ইংল্যান্ড বিপক্ষে অ্যাশেজের প্রথম টেস্টে জয়ের পরেও চরম দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া

পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট থেকে দুই পয়েন্ট করে কেটে নেয়া হয়েছে দুই দলেরই। খেলা শেষে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট এ সিদ্ধান্ত দেন।

অ্যাশেজের প্রথম টেস্টের প্রথমদিনে মোট ৮২ ওভার খেলা হয়। এর ভেতর ইংল্যান্ড ৭৮ ওভার ব্যাটিং করে আর অস্ট্রেলিয়া খেলে চার ওভার। দ্বিতীয় দিনে ৯০ ওভার খেলা হলেও তৃতীয় ও পঞ্চম দিন ভেসে যায় বৃষ্টিতে।

হিসেব মতে দুই দলই নির্ধারিত সময়ে দুই ওভার করে কম বোলিং করেছে। আর সে কারণেই প্রতি ওভারের জন্য ম্যাচ ফির ২০ শতাংশ হারে মোট ৪০ শতাংশ করে দুই দলের থেকেই কেটে নেয়া হয়।

আইসিসির নিয়ম অনুযায়ী প্রতি ওভার কম করার জন্য এক পয়েন্ট করে কাটা হবে অভিযুক্ত দলের। সেই মোতাবেক দুই দলের দুই পয়েন্ট করে কেটে রাখা হয়েছে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট কেটে নেয়ায় নতুন চক্রের প্রথম ম্যাচে ১০ পয়েন্ট পেয়েছে অস্ট্রেলিয়া। অপরদিকে ইংল্যান্ডের পয়েন্ট হয়েছে মাইনাস দুই।

দুই দলের অধিনায়ক তাদের বিরুদ্ধে আনা অভিযোগ মেনে নেয়ায় আর শুনানির দরকার পড়েনি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ