ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

পাকিস্তানের সেই দাবি রাখলেন না ভারত

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ জুন ২২ ১৮:১৮:৫১
পাকিস্তানের সেই দাবি রাখলেন না ভারত

আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে ভেন্যু পরিবর্তনের অনুরোধ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি। তবে পিসিবিকে আইসিসি ও বিসিসিআই যৌথভাবে সিদ্ধান্ত জানিয়েছে। ক্রিকেটের দুই সংস্থা জানায়, কোনো যৌক্তিক কারণ নেই ভেন্যু পরিবর্তনের।

পাকিস্তানের সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ১৫ অক্টোবর ভারতের বিপক্ষে আহমেদাবাদে খেলা রয়েছে পাকিস্তানের। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলতে চায় না পাকিস্তান।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০ অক্টোবর বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার সূচি রয়েছে পাকিস্তানের। কিন্তু অজিদের বিপক্ষে বেঙ্গালুরুতে না খেলে চেন্নাইতে খেলতে চায় পাকিস্তান। এ ছাড়া ২৩ অক্টোবর চেন্নাইয়ে আফগানিস্তানের বিপক্ষে খেলা রয়েছে বাবর আজমদের। চেন্নাইয়ের পরিবর্তে বেঙ্গালুরুতে আফগানদের মুখোমুখি হতে চায় পাকিস্তান। পিসিবির এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বিশ্বকাপের আয়োজক ভারত।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ