ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

পাকিস্তানের ক্রিকেটে আসছে বড় পরিবর্তন, পিসিবি সভাপতি হতে যাচ্ছে নতুন কেউ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ জুন ২৩ ১৫:৫৬:০৯
পাকিস্তানের ক্রিকেটে আসছে বড় পরিবর্তন, পিসিবি সভাপতি হতে যাচ্ছে নতুন কেউ

আস্মপ্রতি পিসিবি সভাপতি নাজাম শেঠির পর পিসিবির নতুন চেয়ারম্যান হতে যাচ্ছেন জাকা আশরাফ। দেশটির বর্তমান প্রধানমন্ত্রীর সমর্থনেই চেয়ারম্যানের পদে বসছেন তিনি। পাকিস্তান বোর্ডের নির্বাচন কমিশনার আহমেদ শাহজাদ ফারুক জানান, আগামী ২৭ জুন লাহোরে অনুষ্ঠিত হবে পিসিবির নির্বাচন। এর আগে চলতি সপ্তাহের শুরুতে, জাকা আশরাফকে পিসিবিতে নিয়োগ দেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।

গঠনতন্ত্র অনুয়ায়ী, দশ সদস্যের কমিটি নিয়ে গঠিত হয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। চারজন আঞ্চলিক প্রতিনিধি, পেশাজীবী সংগঠনের চার প্রতিনিধি ছাড়াও প্রধানমন্ত্রীর সুপারিশে নিয়োগপ্রাপ্ত হন আরও দুজন। চেয়ারম্যাসহ পুরো বোর্ডের মেয়াদ থাকে তিন বছর।

এদিকে, আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণের আগে এশিয়া কাপ নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন জাকা আশরাফ। তিনি জানান, হাইব্রিড মডেল পাকিস্তানের জন্য কোনো উপকার বয়ে আনবে না। জাকা আশরাফ বলেন, ‘আমার মনে হয় এই হাইব্রিড মডেল পাকিস্তানের জন্য কোনো উপকার বয়ে আনবে না। আমি এটা পছন্দ করিনি। আয়োজক দেশ হিসেবে পাকিস্তান আরও আলোচনা করতে পারতো যেন ম্যাচগুলো পাকিস্তানেই আয়োজিত হয়। পাকিস্তানকে মাত্র চারটি ম্যাচ আয়োজনের সুযোগ দিয়ে শ্রীলঙ্কা বেশিরভাগ ম্যাচ আয়োজন করছে।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ