ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

‘অবশ্যই বাংলাদেশ ফাইনালে যেতে পারে’

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ জুন ২৫ ২৩:০৯:১৫
‘অবশ্যই বাংলাদেশ ফাইনালে যেতে পারে’

ভারত সিরিজ সামনে রেখে মিরপুরে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ নারী দল। রোববার (২৫ জুন) অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিলকারত্নে। তিনি বলেন, ‘অবশ্যই বাংলাদেশ ফাইনালে যেতে পারে। আপনি যদি দলে থাকা ক্রিকেটারদের নাম দেখেন তাহলে তারা শিরোপার অন্যতম দাবিদার। বিশ্বকাপ জেতার সব রসদ বাংলাদেশের রয়েছে, শুধুমাত্র কেবল তাদের নিজেদের ভেতর বিশ্বাস আনতে হবে। একে অন্যকে সমর্থন যোগাতে হবে।’

১৯৯৬ বিশ্বকাপের কথা স্মরণ করে নারী দলের প্রধান কোচ আরও বলেন, ‘১৯৯৬ সালে উপমহাদেশে খেলা হয়েছিল, যা আমাদের সাহায্য করেছে। ওই সময় আমরা এখনকার বাংলাদেশের মতো দল হিসেবে খুব অভিজ্ঞ ছিলাম। বাংলাদেশে বেশ কয়েকজন বিশ্বমানের খেলোয়াড় আছে। তারা যদি একত্রে বিশ্বাস করে তাহলে তারা বিশ্বকাপ জেতার দিকে ছুটে যেতে পারে।’

তিনি আরও বলেন, ‘ক্রিকেট সবসময়ই অনিশ্চয়তার খেলা। ১৯৯৬ সালে আমরা বিশ্বকাপ জিতব কেউ সেটা ভাবেনি। কিন্তু যেটা হচ্ছে নিজেদের খেলাটা খেলতে পারা। অভিজ্ঞ ও তরুণরা আছে, তারা যদি একসঙ্গে খেলতে পারে, কন্ডিশন সম্পর্কে ধারণা রাখে, একে অন্যকে বোঝে তাহলে বিশ্বকাপ জেতা সম্ভব।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ