ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

এক বছর দলের বাহিরে থাকবেন মেসি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ জুন ২৬ ১১:৪৮:২৯
এক বছর দলের বাহিরে থাকবেন মেসি

দ্য মিরর ছাড়াও খেলাধুলাবিষয়ক ওয়েবসাইট গোলডটকমসহ আরও কয়েকটি গণমাধ্যম এমন সংবাদ প্রচার করে।

কিন্তু এখন পর্যন্ত মেসির পক্ষ থেকে এ বিষয়ে কিছুই জানা যায়নি। এমনকি এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো কিছুই জানানো হয়নি আর্জেন্টিনা ফুটবল দল, লিওনেল স্কালোনি অথবা দেশটির ফুটবল ফেডারেশনের পক্ষ থেকেও।

দ্য মিররের দাবি, মেসি জাতীয় দল থেকে এক বছরের জন্য দূরে থাকতে দলের নীতিনির্ধারকদের সঙ্গে কথা বলেছেন। তাদের থেকে সবুজ সংকেত পেলেই এক বছরের জন্য জাতীয় দল থেকে ছুটি পাবেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।

সেই মোতাবেক আগামী জুলাই থেকে পরের বছরের জুন পর্যন্ত জাতীয় দল থেকে ছুটি পাবেন লিও।

কিন্তু বাস্তবতা বলছে মেসির এতো লম্বা সময় ছুটি পাওয়ার কোন সম্ভাবনাই নেই। কেননা ২০২৪ সালের জুন-জুলাই থেকেই শুরু হবে কোপা আমেরিকা। এছাড়া দলের অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ তো রয়েছেই।

আন্তর্জাতিক ম্যাচগুলো বাদ দিলেও কোপা আমেরিকায় মেসিকে খেলতেই হবে। এছাড়া ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের খেলা তো রয়েছেই। যেটি শুরু হবে সেপ্টেম্বরে।

এসব দিক বিবেচনায় মেসি যদি ছুটি পানও তাহলে সেটি চার মাসের বেশি হওয়ার কোন সম্ভাবনাই নেই। যদি সেটিও না হয় তাহলে অতি গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতেই শুধু সার্ভিস পাওয়া যাবে মেসির।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ