ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

পাক তারকার সেই ৩৩ বছরের সেই রেকর্ডে ভাগ বসালেন হাসারঙ্গা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ জুন ২৬ ১৫:৪৩:০৪
পাক তারকার সেই ৩৩ বছরের সেই রেকর্ডে ভাগ বসালেন হাসারঙ্গা

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে গতকাল রোববার আয়ারল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট শিকার করেন তিনি। এর আগে সংযুক্ত আরব আমিরাত ও ওমানের বিপক্ষেও শিকার করে ছিলেন পাঁচটি করে উইকেট। ফলে টানা তিন ম্যাচে পাঁচ উইকেট শিকারের কীর্তি গড়েন হাসারাঙ্গা।

এর আগে এই কীর্তি গড়েছিলেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার ওয়াকার ইউনিস। ৩৩ বছর আগে প্রথম ক্রিকেটার হিসেবে পরপর তিন ম্যাচে পাঁচ উইকেট শিকারের অনন্য কীর্তি গড়েছিলেন পাকিস্তানের সাবেক এ অধিনায়ক।

১৯৯০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে পরপর দুই ম্যাচে পাঁচ উইকেট শিকার করেছিলেন তিনি। এর পাঁচ দিন পর উইন্ডিজের বিপক্ষে আবারও শিকার করেন ৫ উইকেট।

nagadরোববারের আগে ব্যাট করে ৩২৫ রান করে শ্রীলঙ্কা। জবাবে ১৯২ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। টানা তৃতীয় হারে বিশ্বকাপে খেলার স্বপ্ন ধূসর হয়ে গেল আইরিশদের। অন্যদিকে টানা তিন জয়ে ওয়ানডে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার সম্ভাবনা আরও জোরালো করেছে শ্রীলঙ্কা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ