সেই মুহূর্তের ট্যাটু দেখালেন মার্টিনেজ এবং যে উপহার দিলেন মাশরাফি

কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি টাইব্রেকারে গড়াতে তখন বাকি সবে ১৮ সেকেন্ড। ইব্রাহিমা কোনাতের পাসে বল পান রান্ডাল কোলো মুয়ানি। তার শট ওয়ার্ল্ড ক্লাস ভঙ্গিতে পা দিয়ে ঠেকিয়ে দেন এমিলিয়ানো মার্টিনেজ। ‘বিশ্বকাপ বাঁচানো’ সেই সেভের পর ৩-৩ গোলে ম্যাচ অমীমাংসিত থাকে। টাইব্রেকারে গড়ায় ফাইনাল। মার্টিনেজ বীরত্বে শেষ হাসি হাসে আর্জেন্টিনা।
ফাইনালে তো বটেই, টুর্নামেন্টজুড়েই ‘বাজপাখির’ মতো ক্ষিপ্র ও ছোঁ মেরে বল ঠেকিয়ে সম্মুখযোদ্ধা ছিলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ঢাকায় এসে বাংলাদেশি ভক্তদের দেয়া সেই ‘বাজপাখি’ নাম বাংলায় বলেছেন আলবিসেলেস্তে তারকা। সঙ্গে ‘বিশ্বকাপ বাঁচানো’ সেই মুহূর্তটির স্মরণে যে ট্যাটু করিয়েছেন পায়ে, দেখিয়েছেন সেটিও।
সোমবার ভোরে ঢাকায় পা রাখা মার্টিনেজ ফাইনালে অতিরিক্ত সময়ের একেবারে শেষদিকের সেই বল ঠেকিয়ে দেয়া পায়ের জায়গাটাতে বিশ্বকাপ ট্রফির ট্যাটু করিয়েছেন। সেই ট্যাটুটাই দেখালেন গালভর্তি হাসি নিয়ে।
পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তা, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে এক অনুষ্ঠানে আড্ডা দিয়েছেন মার্টিনেজ। আলাপচারিতার মাঝেই একবার ট্রাউজার উঠিয়ে বিশ্বজয়ী তারকা ট্যাটু দেখান।
মুহূর্তটির বিবরণ দিয়ে ফেসবুকে মাশরাফী লিখেছেন, ‘আজকে সে ইন্টারভিউয়ের মাঝেই একবার ট্রাউজার উঠিয়ে দেখাল, পায়ের ঠিক সেই জায়গায় একটি ট্যাটু করিয়েছে, বিশ্বকাপ ফাইনালে শেষ বাঁশির ১৮ সেকেন্ড আগে কোলো মুয়ানির শটটি আটকিয়ে দিয়েছিল যে জায়গা দিয়ে। এক সেকেন্ডের জন্য মনে হলো, আসলে বিশ্বকাপটাতো ওখানেই জিতে নিয়েছে।’
আর্জেন্টিনার পাঁড় ভক্ত মাশরাফি। সাবেক এই অধিনায়কের মতই পাড় ভক্ত তার দুই সন্তান হুমায়রা ও সাহেল। তাই আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষকের সঙ্গে যখন দেখা করার প্রস্তাব পান, তখনই সিদ্ধান্ত নিয়েছিলেন মার্টিনেজের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় তার দুই সন্তানকে নিয়ে যাবেন।
মার্টিনেজ সোমবার ভোরে ঢাকায় পা রেখেছেন। সেখান থেকে হোটেলে বিশ্রাম শেষে স্পন্সর প্রতিষ্ঠান ফান্ডেডনেক্সট কার্যালয়ে যান। সেখানে মেয়ে হুমায়রা ও ছেলে সাহেলেকে সঙ্গে নিয়ে মার্টিনেজের সঙ্গে দেখা করেছেন মাশরাফি।
বাচ্চাদের নিয়ে মার্টিনেজের সঙ্গে ছবি তুলেছেন, আর্জেন্টাইন তারকাকে উপহার হিসেবে দিয়েছেন নিজের পরা বাংলাদেশ দলের একটা জার্সিও। মাশরাফি-মার্টিনেজের কথোপকথনও হয়েছে সেখানে। সে রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা এক দীর্ঘ ফেসবুক পোস্টে তুলে ধরেছেন মাশরাফি।
ফেসবুকের সেই পোস্টের শেষের দিকে মাশরাফি লিখেছেন, 'এমি, আপনাকে স্বাগত এই বাংলার মাটিতে। এখানে আপনাদের অগুনতি ভক্ত আছে, যুগ যুগ ধরে। আশা করি, আপনারও ভালো লাগছে এই মাটিতে পা রেখে।'
ঢাকা সফর শেষে সোমবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে ভারতের বিমান ধরবেন মার্টিনেজ। সেখানে ৪ ও ৫ জুলাই একাধিক অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। ৪ জুলাই বিকেল সাড়ে ৪টায় কলকাতার বিখ্যাত ক্লাব মোহনবাগানে একটি প্রদর্শনী ম্যাচে তার অংশ নেওয়ার কথা রয়েছে। যে কারণে ওই ম্যাচের টিকিট ছাড়ার ২ ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম আফগানিস্তান ৩য় টি-২০ ম্যাচ: লাইভ দেখুন এখানে
- এইমাত্র শেষ হলো বাংলাদেশ বনাম আফগানিস্তানের ম্যাচ দেখুন স্কোর
- চলছে বাংলাদেশ বনাম ইংল্যান্ড নারী বিশ্বকাপ ম্যাচ: টস শেষ, লাইভ দেখবেন যেভাবে
- চলছে বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: পাওয়ার প্লেতে ৩ উইকেট, লাইভ দেখুন এখানে
- দুই কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা আসছে ডিভিডেন্ড
- শেয়ারবাজারে শৃঙ্খলা: বিএসইসি চেয়ারম্যানের ৭টি সাহসী পদক্ষেপ!
- বোর্ড সভার তারিখ ঘোষণা করলো ৩ কোম্পানি
- বাংলাদেশ বনাম হংকং: কখন, কোথায়, কবে ও কিভাবে দেখবেন লাইভ
- শেয়ারবাজারের নীরব বিপ্লব: বিনিয়োগকারী সুরক্ষায় বিএসইসি!
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ইংল্যান্ড নারী বিশ্বকাপ ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- শেয়ারবাজারে নতুন উদ্দীপনা: 'বুল রান'-এর ঝলক, তবে সতর্কতার মিশ্রণ
- আজ বাংলাদেশ বনাম ইংল্যান্ড নারী বিশ্বকাপ ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- নতুন বেতন কাঠামোতে নতুন বড় চমক: গ্রেড কম, বেতন বেশি!
- শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির কারসাজির গন্ধ! তদন্তে বিএসইসি
- ৭ শেয়ারে বিনিয়োগকারীদের ঢল