ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

অধিনায়কের পদ ছাড়ছেন তামিম, নাকি বড় কিছু?

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ জুলাই ০৬ ১০:৩৯:২৪
অধিনায়কের পদ ছাড়ছেন তামিম, নাকি বড় কিছু?

গতকাল প্রথম ওয়ানডেতে হারের পর স্বাভাবিকভাবেই সংবাদ সম্মেলনে আসেন দলের সেরা পারফরমার তাওহীদ হার্দয়। আর আজ বাংলাদেশ দলের অনুশীলন নেই। দলের কাউকে মিডিয়ার সামনে হাজির হওয়ার কথা নয়।

কিন্তু আজ চট্টগ্রামে সংবাদ সম্মেলন হতে যাচ্ছে! আর তা ডেকেছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল নিজেই। সেটাও বিসিবি বা দলের মাধ্যমে নয়, ব্যক্তিগত উদ্যোগে।

গতকাল তামিম চট্টগ্রামে আফগানিস্তান সিরিজ কভার করতে আসা সাংবাদিকদের কাছে খবর পাঠিয়েছিলেন, আজ দুপুর ১২টায় কিছু বিষয়ে গণমাধ্যমকে জানাবেন তিনি। এ বিষয়ে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে বলেন, আগামীকাল (আজ) জানাবো। দয়া করে আজ (কাল) আর কিছু জানতে চাইবেন না।'

এমন রহস্যময় সংবাদ সম্মেলন ডাকা গুজব সৃষ্টি করবে এটাই স্বাভাবিক। সংবাদ সম্মেলনে কী বলবেন তামিম? তিনি কি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছেন? শুধু হঠাৎ করে সংবাদ সম্মেলন ডাকার জন্যই নয়, তাকে নিয়ে গত কয়েকদিনের ঘটনাও এমন ভাবনায় ইন্ধন জোগাচ্ছে। গতকাল রাতের বিশ্লেষনে যা জানা গেছে, তাতে আরও বড় কিছুর আভাস পাওয়া গেছে।

আজ সংবাদ সম্মেলনে তামিম ওয়ানডে অধিনায়কত্ব থেকে অবসরের ঘোষণা দেবেন বলে জোরালো সম্ভাবনা রয়েছে। তামিমের ঘনিষ্ঠ সূত্রগুলো এমনটাই বলছে। কারও কারও জল্পনা এমন পর্যায়ে পৌঁছেছে যে তামিম আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে পারেন! আর এর কিছুই না ঘটলে 'তামিম কী বলবেন' এই প্রশ্নটিই কৌতূহলের চেয়ে বেশি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ