ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

তামিমের 'রহস্যময়' বিদায় নিয়ে যা বললেন লিটন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ জুলাই ০৬ ১৮:৪৭:৪৩
তামিমের 'রহস্যময়' বিদায় নিয়ে যা বললেন লিটন

এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে বিসিবির বেশ কিছু সূত্র জানাচ্ছে- তামিম ইকবালের অনুপস্থিতিতে চলতি আফগানিস্তান সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিতে যাচ্ছেন লিটন কুমার দাস। সিরিজের মাঝপথে আজ হুট করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন তামিম। তার বিদায়ে স্মৃতিকাতর হয়ে পড়েছেন ইতোমধ্যেই টেস্ট ক্রিকেটে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া লিটন।

সোশ্যাল মিডিয়ায় সদ্য সাবেক হওয়া তামিমের ওপেনিং পার্টনার লিটন লিখেছেন, ‘আমরা একসঙ্গে ব্যাট করেছি, ড্রেসিংরুম শেয়ার করেছি।

একসঙ্গে অনেক স্মৃতি আছে। বিশ্বাস করতে পারছি না যে, আপনি আর বাংলাদেশের হয়ে খেলবেন না। আপনাকে খুব মিস করব ভাই। আপনার ভবিষ্যত জীবনের জন্য শুভকামনা’।

লিটনকে নিয়ে ভবিষ্যত পরিকল্পনাও করছে বোর্ড। আজ তামিমের অবসর ঘোষণার পর বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস তেমনই ইঙ্গিত দিলেন, ‘সামনে যেহেতু বিশ্বকাপ আছে, এটিও মাথায় রাখতে হবে আমাদের। তবে সহঅধিনায়ক হিসেবে লিটনের ওপর আস্থা রাখতে যাচ্ছে বোর্ড। আর বিশ্বকাপ অধিনায়কের ব্যাপারটি এই সিরিজশেষে বোর্ড সভার পর আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ