ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

যেদিন মেসির অভিষেকের দিনক্ষণ নিশ্চিত করল মিয়ামি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ জুলাই ০৯ ১২:২০:৪৩
যেদিন মেসির অভিষেকের দিনক্ষণ নিশ্চিত করল মিয়ামি

জুনের শুরুতে ইন্টার মিয়ামিতে যোগ দেয়ার কথা জানিয়েছিলেন লিওনেল মেসি। তখনই এসেছিল তার মাঠে নামার দিনক্ষণের খবর। এবার নিশ্চিত করলেন যুক্তরাষ্ট্রের ক্লাবটির মালিক হোর্হে মাস। ২২ জুলাই মেজর লিগ সকারে অভিষেক হবে বিশ্বজয়ী কিংবদন্তির। মেসিকে সমর্থকদের সামনে উপস্থাপন করা হবে তারও আগে। ১৬ জুলাই মিয়ামির মাঠে দেখা যাবে আর্জেন্টাইন কিংবদন্তিকে।

বিবৃতিতে ‘দ্য আনভেইল’ নামের একটি আয়োজনের কথা জানিয়েছে মিয়ামি। সেখানে দেখা মিলবে আর্জেন্টাইন মহাতারকার। যদিও বিবৃতিতে মেসির নাম উল্লেখ করা হয়নি। বলা হয়েছে, ‘উল্লেখযোগ্য পরিচয় পর্বটিতে অন্তর্ভুক্ত থাকবে রোমাঞ্চকর বিনোদন। সঙ্গে মাঠে বক্তৃতার আয়োজনসহ থাকছে আরও অনেককিছু।’

দেশটির গণমাধ্যমে খবর, ‘দ্য আনভেইল’ নামের আয়োজনে মেসির সঙ্গে উপস্থাপন করা হতে পারে সার্জিও বুসকেটস এবং জর্ডি আলবাকেও।

ক্লাবের পরিচয় পর্ব শেষে মিয়ামির হয়ে প্রথম ম্যাচে মেসিকে দেখা যাবে মেক্সিকান ক্লাব ক্রুজ আসুলের বিপক্ষে। লিগ কাপের ম্যাচে মিয়ামি ও ক্রুজ আসুল লড়বে ফ্লোরিডার ফোর্ট লডারডেলের ডিআরভি পিএনকে স্টেডিয়ামে।

যুক্তরাষ্ট্রের এমএলএস ও মেক্সিকোর লিগা এমএক্স ক্লাবগুলোর মধ্যে বাৎসরিক লিগ কাপ প্রতিযোগিতাটি হয়ে থাকে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ