ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

বাংলাদেশ-ভারত সেমিফাইনাল সরাসরি দেখবেন যেভাবে

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ জুলাই ২১ ১৩:২০:৫৮
বাংলাদেশ-ভারত সেমিফাইনাল সরাসরি দেখবেন যেভাবে

ইমার্জিং এশিয়া কাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে গিয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। তবে পরের দুই ম্যাচে ওমান ‘এ’ ও আফগানিস্তান ‘এ’ দলকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে টাইগাররা। শিরোপা নির্ধারণী ফাইনালে ওঠার লক্ষ্যে ভারত ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে সাইফ হাসানের দল। গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন

শুক্রবার (২১ জুলাই) শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে ভারত ‘এ’ দলের বিপক্ষে লড়াইয়ে নামছে লাল সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে খেলা। ম্যাচটি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) অফিশিয়াল ইউটিউব চ্যানেলে সরাসরি দেখা যাবে।

এর আগে, আফগানিস্তানকে ২১ রানে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে সৌম্য সরকার-নাঈম শেখরা। তবে সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কোন দল হবে সেটি নির্ধারণ হয় ভারত-পাকিস্তান ম্যাচের মধ্য দিয়ে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ৮০ বল হাতে রেখে ৮ উইকেটের সহজ জয় পায় ভারত।

ইমার্জিং এশিয়া কাপে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের সেরা দল ভারত। ৪ পয়েন্ট নিয়ে পাকিস্তান হয়েছে দ্বিতীয়। এদিকে ‘এ’ গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা উভয় দলের সমান ৪ পয়েন্ট হলেও রানরেটে পিছিয়ে বাংলাদেশ। যে কারণে গ্রুপ রানার্সআপ হওয়ায় ফলে ‘বি’ গ্রুপের সেরা দল ভারতের বিপক্ষে সেমিফাইনাল খেলতে হবে সৌম্য সরকারদের।

এদিকে প্রথম সেমিফাইনালে মাঠে নেমেছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। এই ম্যাচের জয়ী দলে দ্বিতীয় সেমিফাইনালে জয়ী দলের বিপক্ষে শিরোপা নির্ধারণী ফাইনালে খেলবে। আগামী ২৩ জুলাই প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে ফাইনাল ম্যাচটি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ