ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

তাসকিনে ছাড়পত্রে বাধা অন্যদিকে শরিফুল পেল ছাড়পত্র

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ জুলাই ২৬ ১৯:২৮:৫১
তাসকিনে ছাড়পত্রে বাধা অন্যদিকে শরিফুল পেল ছাড়পত্র

শরিফুল ইসলাম গত সোমবার আসন্ন লিঙ্কন প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার প্রস্তাব পান। চলতি মৌসুমে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলতে হবে এই ফাস্ট বোলার টাইগারকে। তবে শেষ পর্যন্ত তিনি খেলতে পারবেন কি না তা স্পষ্ট হয়নি।

বুধবার জানা গেল, লিংকন লিগে খেলার অনুমতি পাচ্ছেন শরিফুল। শরিফুলের দল কলম্বো স্ট্রাইকার্সও তাদের অফিসিয়াল ফেসবুক পেজে শরিফুলের একটি ছবি পোস্ট করে খেলা নিশ্চিত করেছে। দুই দিনের মধ্যেই শ্রীলঙ্কা সফরে যাবেন বলে আশা করা হচ্ছে।

এর আগে দুইবারের রানার্সআপ গল টাইটান্স বাংলাদেশের সাকিব আল হাসান ও মোহাম্মদ মিথুনকে অন্তর্ভুক্ত করেছিল। ইতিমধ্যেই শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছেড়েছেন মিথুন। অন্যদিকে কানাডা থেকে যোগ দেবেন সাকিব। উল্লেখ্য, এই অলরাউন্ডার টাইগার বর্তমানে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে মন্ট্রিল টাইগার্সের হয়ে খেলছেন।

এদিকে, বর্তমান চ্যাম্পিয়ন জাফনা কিংসের হয়ে খেলবেন বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যান তাওহীদ হুদয়। তাকে অনাপত্তিপত্রও দিয়েছে বিসিবি। তবে অনুমতি পাননি তাসকিন আহমেদ। টি-টেন টুর্নামেন্টের পর তাসিনকে বিশ্রাম দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ভেবেই এই ফাস্ট বোলারকে ছাড়পত্র দিচ্ছে না বিসিবি।

জানা গেছে, পুরো টুর্নামেন্টের জন্য অনাপত্তিপত্র চেয়েছিলেন তাকসিন। কিন্তু এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো দুটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট নিয়ে বিসিবি কোনো সুযোগ নিতে চায় না। ফলে অন্য কোনো লিগে খেলছেন না তাকসিন।

এই এলপিএল সিজন আগের সময়সূচি অনুযায়ী ৩০ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত শুরু হবে। বাংলাদেশ দলের এখন কোনো খেলা নেই। তবে এর মধ্যেই ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে জাতীয় দলের বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত হবে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ