ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

পিছিয়ে গেল অধিনায়ক সিলেকশন তারিখ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ আগস্ট ০৮ ১৭:৪২:৩১
পিছিয়ে গেল অধিনায়ক সিলেকশন তারিখ

প্রতিটি বড় ম্যাচের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড 'দরবাহিক নাটক' শুরু করে। সেই 'ড্রামা'র কিছু বিশেষ পর্ব আছে। অতীতের ধারা অনুসরণ করে আসন্ন এশিয়া কাপকে ঘিরে চলছে বিসিবিতে নাটকীয়তা। বহু পর্বের এই সিরিজের বিশেষ পর্ব 'ক্যাপ্টেন সিলেকশন'।

গত জুলাইয়ে তামিম ইকবালের চোটের গুরুতরতা জানাজানি হওয়ার পর নাটকের এই বিশেষ পর্ব শুরু হয়। বিশেষ পর্বটি মঙ্গলবার (৮ আগস্ট) শেষ হওয়ার কথা ছিল। তবে নাটকটি প্রযোজনা করেছে বিসিবি। আর বিসিবি প্রযোজিত নাটক ভারতীয় বাংলা সিরিয়ালের মতোই, আগের অভিজ্ঞতা থেকে বলা যায়।

আর তার প্রমাণ মিলেছে মঙ্গলবার (৮ আগস্ট) বোর্ড সভা শেষে। আজ নতুন অধিনায়ক ঘোষণা করার কথা ছিল বোর্ডের। কিন্তু বোর্ড আরও কয়েকটি পর্বের জন্য টেনে এনেছে। তামিম ইকবালের উত্তরসূরি জানা যাবে ১২ আগস্টের মধ্যে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এরই মধ্যে অধিনায়কত্বের বিষয়টি নিয়ে সাকিব আল হাসানের সঙ্গে যোগাযোগ করেছে। যদিও বাঁহাতি অলরাউন্ডার এখনও তার সিদ্ধান্ত বোর্ডকে জানাননি। তবে বিশ্বকাপে দলের অধিনায়কত্ব সাকিবের হাতে তুলে দিতে বদ্ধপরিকর বোর্ড।

এদিকে এশিয়া কাপে সমক জাতীয় দলের অধিনায়কত্ব করবেন বলে খবর পাওয়া গেছে। অধিনায়কের ভূমিকায় অভিনয় করবেন একজন নবাগত। আসন্ন এশিয়া কাপে তরুণ অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজকে অধিনায়ক হিসেবে দেখতে চায় টিম ম্যানেজমেন্ট। তবে সেটা শুধুমাত্র এশিয়া কাপের জন্য। সাকিবকে বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়ারও পরিকল্পনা রয়েছে বোর্ডের।

এই তালিকায় রয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাসও। তামিমের অনুপস্থিতিতে ঘরের মাঠে ভারতের কাছে সিরিজ হেরেছে তার দল। এর বাইরে সর্বশেষ আফগানিস্তান সিরিজে শেষ দুই ওয়ানডেতে অধিনায়কত্ব করেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ