লিটনের সঙ্গে যাকে পছন্দের তালিকায় রেখেছেন সুজন

আর কয়েকদিন পরেই স্টেডিয়ামে বসবে এশিয়ান ক্রিকেটের প্রিমিয়াম টুর্নামেন্ট এশিয়া কাপ। এই টুর্নামেন্টের জন্য দেশ ছাড়বে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন জাতীয় দল। ১৭ সদস্যের দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন ওপেনার তানজিৎ হাসান তামিম। তিনি ইমার্জিং এশিয়া কাপে তার ব্যাটিং দক্ষতা দেখান এবং জাতীয় দলে জায়গা পান।
বাংলাদেশের সাবেক অধিনায়ক ও এক সময়ের ম্যানেজার খালিদ মাহমুদ সুজন এই তরুণ ওপেনারের ওপর ভর করে। নিয়মিত ওপেনার তামিম ইকবালের অনুপস্থিতিতে লিটন দাসের সঙ্গে জুনিয়র তামিমকে দেখতে চান অভিজ্ঞ এই ক্রিকেটার।
মঙ্গলবার মিরপুরে সাংবাদিকদের সুজন বলেন, ‘আমি মনে করি তামিম (তানজিদ হাসান তামিম) হয়তো প্রথম পছন্দ হতে পারে লিটন দাসের সঙ্গে। আমি জানি না, হয়তো নাঈমও থাকতে পারে। আমি মনে করি না বাংলাদেশ দুইটা ম্যাচেই থেমে যাবে এশিয়া কাপে। সেকেন্ড রাউন্ডে খেললে তো সুযোগ থাকবে। আর তামিমকে আমি দেখি আসলে এরকম যারা খেলে, খেলোয়াড়- আমরা তাদের থেকে কী আশা করি? দারুণ একটা সূচনা। ও ওরকমই প্লেয়ার। ’
জাতীয় দলকে লম্বা সময় ধরেই কাছ থেকে দেখেছেন সুজন। দুই তামিমও তার অচেনা নয়। দুজনের নামের পাশাপাশি ব্যাটিংয়ের মিল নিয়েও কথা বলেছেন তিনি, ‘আমি সিনিয়র তামিমের ছোট বেলা যদি মনে করি, ও যেরকম ব্যাটিং করতো জুনিয়র তামিম এরকমই ব্যাটিং করে। তানজিদ তামিমের এটাই স্টাইল। ও যদি এটা ধরে রাখে, আমি চাই ও রাখুক। ও যেন খুব একটা না বদলায়।
তানজিদ তামিমকে নিয়ে যেন চাপ তৈরি না হয়, সেদিকেও দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন সাবেক এই ক্রিকেটার, ‘আমরা যেন চাপ তৈরি না করি বাইরে থেকে। ক্রিকেট এমন একটা খেলা সফল হবেন বা ব্যর্থ হবেন। আমি মনে করি এই ছেলের লম্বা পথ পাড়ি দেওয়া, বড় ক্রিকেটার হওয়ার সামর্থ্য আছে। এশিয়া কাপে যদি ও ব্যর্থ হয়, আমি একটুও চিন্তা করবো না। কারণ এ দল, হাই পারফরম্যান্সের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের বিস্তর একটা ফারাক আছে। এটা আমাদের মানতেই হবে। তারপরও আমি মনে করি তানজিদ ওই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেবে। সেখানে যদি ও নিজের খেলাটা খেলে, বাংলাদেশকে দারুণ একটা সূচনা এনে দেবে। ’
অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালকে ছাড়াই এশিয়া কাপে যাবে বাংলাদেশ। এই টুর্নামেন্টটি যৌথভাবে আয়োজন করবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। ৩১ তারিখ বালেকালাতে ‘এ’ গ্রুপের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে অভিযান শুরু করবে টাইগাররা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম ইংল্যান্ড নারী বিশ্বকাপ ম্যাচ: টস শেষ, লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম হংকং: কখন, কোথায়, কবে ও কিভাবে দেখবেন লাইভ
- বোর্ড সভার তারিখ ঘোষণা করলো ৩ কোম্পানি
- শেয়ারবাজারে শৃঙ্খলা: বিএসইসি চেয়ারম্যানের ৭টি সাহসী পদক্ষেপ!
- শেয়ারবাজারের নীরব বিপ্লব: বিনিয়োগকারী সুরক্ষায় বিএসইসি!
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ইংল্যান্ড নারী বিশ্বকাপ ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির কারসাজির গন্ধ! তদন্তে বিএসইসি
- ৭ শেয়ারে বিনিয়োগকারীদের ঢল
- শেয়ারবাজারে নতুন উদ্দীপনা: 'বুল রান'-এর ঝলক, তবে সতর্কতার মিশ্রণ
- আজ বাংলাদেশ বনাম ইংল্যান্ড নারী বিশ্বকাপ ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- নতুন বেতন কাঠামোতে নতুন বড় চমক: গ্রেড কম, বেতন বেশি!
- আজ বাংলাদেশ বনাম ইংল্যান্ড ম্যাচ: কখন, কোথায় ও কিভাবেন দেখবেন লাইভ
- শেয়ারবাজারে 'স্বাভাবিক সংশোধন', কমেছে সূচক তবে বেড়েছে লেনদেন
- এলপিজি ও অটোগ্যাসের দাম কমল! ভোক্তাদের জন্য সুখবর, জানুন নতুন মূল্য
- নতুন বিসিবি সভাপতি হলেন যিনি