ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

বিশ্বকাপের আগে ব্যাটিং পজিশন বদলাবেন সাকিব?

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ আগস্ট ২৬ ২১:২৫:৩১
বিশ্বকাপের আগে ব্যাটিং পজিশন বদলাবেন সাকিব?

২০১৯ ওয়ানডে বিশ্বকাপের আগে ব্যাটিং পজিশন বদল করেছিলেন সাকিব আল হাসান। তাতে মিলেছিল অভাবনীয় সাফল্য। টিম ম্যানেজমেন্টের সঙ্গে চ্যালেঞ্জে জিতে ‘তিন নম্বর’ জায়গাটা নিজের করে নিয়েছিলেন এ অলরাউন্ডার। ইংল্যান্ড বিশ্বকাপে ৬০৬ করা বিধ্বংসী সাকিবকে এবারও দেখতে চাইবেন সবাই।

চার বছর পেরিয়ে আরেকটি বিশ্বকাপের অপেক্ষায় গোটা বিশ্বকাপ। এশিয়া কাপের পরই অক্টোবরে ভারতে বসবে এবারের আসর। রোববার এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কা রওনা হবে টিম টাইগার্স। তার আগে শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে ব্যাটিং পজিশন নিয়ে জানতে চাওয়া হলে সাকিব দলের স্বার্থকেই সামনে আনেন।

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এরকম অনেক বড় যখন টুর্নামেন্টে আমরা যখন খেলতে যাই, অনেক বেশি নমনীয় থাকার চেষ্টা করি। যেটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। চার বছর আগে যা করেছি, তার মানে এই না যে চার বছর পরেও সেটাই করতে পারব। এগুলো আসলে খুবই কঠিন ব্যাপার। তবে দলের প্রয়োজনে যার যেখানে খেলার প্রয়োজন সে যদি সেখানে সেটা করতে পারে, তবে সেখানে আসলে দলের লাভ হবে। আমি ২০১৯ সালে কত রান করেছি সেটা আসলে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ না। এতে কিছুই আসে যায় করে না। তবে যেকোনো জায়গায় আমি দলের জন্য কিছু করতে পারলে সেটা উপভোগ করি।’

সবশেষ আফগানিস্তানের বিপক্ষে সিরিজে চার নম্বরে ব্যাট করেছেন সাকিব। তিন নম্বর জায়গাটি এখন নাজমুল হোসেন শান্তর। এ বাঁহাতি রয়েছেন দারুণ ফর্মে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ