ঢাকা, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

রোহিত-কোহলিদের নিয়ে রহস্যময় পোস্ট করায় সোসাল মিডিয়ায় আলোচনার ঝড়

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ নভেম্বর ২৫ ১৪:৫৭:১৬
রোহিত-কোহলিদের নিয়ে রহস্যময় পোস্ট করায় সোসাল মিডিয়ায় আলোচনার ঝড়

ক্রিকেট বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট ওয়ানডে বিশ্বকাপ শেষ হওয়ার পর সপ্তাহ ছাড়াতে চলল। কিন্তু ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে এখনও চলছে আলোচনা-সমালোচনা। যাইহোক, আহমেদাবাদে অনুষ্ঠিত দুই দলের মধ্যে ফাইনালে বিতর্কিত কিছুই ঘটেনি। নিজেদের দলীয় নৈপুণ্যে টুর্নামেন্টজুড়ে উড়তে থাকা ভারতকে বড় ব্যবধানে হারিয়ে ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জিতে নেয় অস্ট্রেলিয়া। এরপর একের পর এক অজি ক্রিকেটারদের দিকে তোপ ছুড়ছে ভারতীয় ভক্তরা। এবার অস্ট্রেলিয়াতেও দেখা গেল। রোহিত-কোহলিকে নিয়ে মজা করে পোস্টে 'লাইক' দিয়ে বিতর্ক বাড়িয়েছেন প্যাট কামিন্স ও গ্লেন ম্যাক্সওয়েলরা।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম, ১৯ নভেম্বর বিশ্বকাপ ফাইনালের ভেন্যু, তিল ধরার মতো জায়গা ছিলো না। প্রায় লক্ষাধিক ভক্ত রোহিতের শিরোপা উদযাপন দেখতে এসেছিলেন। নীল সাগরে ভাসছিল আহমেদাবাদ। এমন সাগরে বিষাদের নীল রং ছড়িয়ে দিল কামিন্স আর্মি। প্রথমত, তারা দুর্দান্ত বোলিং করেছিলেন এবং ভারতকে মাত্র ২৪০ রানে সীমাবদ্ধ করেছিলেন। এরপর ট্র্যাভিস হেডের সেঞ্চুরি এবং মারনাস লাবুসচেনের হাফ সেঞ্চুরির সাহায্যে ৬ উইকেট বাকি থাকতেই তারা সেই সীমা অতিক্রম করে। সেই থেকে অজিবাহিনী ভারতীয় সমর্থকদের লক্ষ্যবস্তু। এবার অস্ট্রেলিয়ানরাও একই ধারা অনুসরণ করেছে।

অস্ট্রেলিয়ার একটি পত্রিকা ভারতীয় ক্রিকেটারদের ব্যঙ্গ করে একটি ছবি প্রকাশ করেছে। 'দ্য বেতুটা অ্যাডভোকেট' পত্রিকায় প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, হেড হাসপাতালের বিছানায় শুয়ে আছে। তার পাশে ১১ জন নার্সের কোলে ১১টি শিশু। শিশুদের মুখের জায়গায় ভারতের হয়ে বিশ্বকাপ ফাইনালে খেলা ১১ জন ক্রিকেটারের ছবি রাখা হয়েছে। লেখা আছে, '১১টি ছেলের জন্ম দিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন দক্ষিণ অস্ট্রেলিয়ার এক ব্যক্তি।'

ছবিটি প্রকাশের সাথে সাথেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী অধিনায়ক কামিন্স ও ম্যাক্সওয়েল এই বিতর্ক আরও বাড়িয়ে দেন। বিতর্কিত ছবি 'লাইক' করেছেন তিনি। প্রতিপক্ষ দলের ক্রিকেটারদের এমন অশোভন অপমানের প্রতিবাদ না করে তিনিও ঠাট্টায় অংশ নেন। যার জন্য ভারতীয় ক্রিকেট ভক্তদের একাংশ তার নিন্দা করেছেন।

এর আগে ভারতের মাটিতে ফেভারিট রোহিতদের হারিয়ে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের পর অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের নিয়ে প্রথম বিতর্ক তৈরি করেছিল স্বাগতিক ভক্তরা। ভারতের হৃদয় ভেঙ্গে, একজন ভারতীয় তার পরিবারকে ধর্ষণের হুমকি দিয়ে 'ম্যান অফ দ্য ফাইনাল' প্রধানকে হুমকি দিয়েছেন। অস্ট্রেলিয়ান ওপেনারের স্ত্রী এমনকি তার এক বছরের মেয়েকেও ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। যাইহোক, ভারতের অনেক ক্রিকেট ভক্ত এই ধরনের অসুস্থ আক্রমণ এবং মানসিকতার নিন্দা করেছেন। কয়েকজন পুলিশের দৃষ্টি আকর্ষণেরও চেষ্টা করেন। তবে অস্ট্রেলিয়া দলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

এছাড়া, বিয়ার হাতে বিশ্বকাপ ট্রফির ওপর পা তুলে উদযাপন করছেন মিচেল মার্শ— এমন ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। এরপর মার্শের নামে মামলা করেছেন পন্ডিত কেশব নামের এক ভারতীয় অ্যাক্টিভিস্ট। তার অভিযোগ, মার্শ পায়ের নিচে বিশ্বকাপ ট্রফি রেখে ছবি তুলে ভারতীয় ক্রিকেট ভক্তদের অনুভূতিতে আঘাত করেছেন। কেশবের বিশ্বাস, বিশ্বকাপ ট্রফিকে অপমান মানে ১৪০ কোটি ভারতীয়কেও অপমান করা। এজন্য থানায় এফআইআর দায়ের করেছেন উত্তরপ্রদেশের আলিগড়ের এই আরটিআই অ্যাক্টিভিস্ট। একইসঙ্গে তার দাবি– মার্শকে যেন ভারতের মাটিতে আর কোনো সময় খেলার অনুমতি দেওয়া না হয়।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ