লজ্জার হার দিয়ে সিরিজ শুরু করলো পাকিস্তান

নিউজিল্যান্ডের কন্ডিশন উপমহাদেশের যেকোনো দলের জন্যই বড় চ্যালেঞ্জ। পাকিস্তান নারী দলের ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। স্বাগতিক মেয়েদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১৩১ রানে হেরেছে পাকিস্তানের মেয়েরা।
আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) কুইন্সটাউনের জন ডেভিস ওভালে নিউজিল্যান্ড মহিলা দল টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৬৫ রান করে। সেঞ্চুরি করেন সুজি বেটস। জবাবে পাকিস্তান ৪৯ ওভারে সব উইকেট হারিয়ে ২৩৪ রানের বেশি করতে পারেনি।
পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত শুরু পায় পাকিস্তান। উদ্বোধনী জুটিতে ১১০ রান তোলেন সিধরা আমিন ও মুনিবা আলী। ৪৪ রান করে মুনিবা ফিরলে ভাঙে সেই জুটি। এরপর অবশ্য আর বড় কোনো জুটি গড়তে পারেনি তারা। সিধরা ছাড়া আর কেউই বড় কোনো ইনিংস খেলতে পারেননি।
ব্যাটারদের নিয়মিত আসা-যাওয়ার মাঝেও এক প্রান্ত আগলে রেখেছিলেন সিধরা। এই ওপেনার ১১৭ বলে ১০৫ রান করে সাজঘরে ফিরলে আর বেশি দূর এগোয়নি পাকিস্তানের ইনিংস।
এর আগে ব্যাটিং করতে নেমে দুর্দান্ত শুরু করে নিউজিল্যান্ড। প্রথম উইকেট পেতে ২৬তম ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে পাকিস্তানকে। ৮৬ রান করে বার্নাডিন বেজিডেনহাট সাজঘরে ফিরলে ভাঙে ১৬৫ রানের উদ্বোধনী জুটি।
বার্নাডিন সেঞ্চুরির না পাওয়ার আক্ষেপ নিয়ে ফিরলেও এই মাইলফলক ছুঁয়েছেন আরেক ওপেনার সুজি। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১০৪ বলে ১০৮ রান। তিনে নেমে দুর্দান্ত ব্যাটিং করেছেন অ্যামিলিয়া করও। ৬৯ বলে ৮৩ রান করেছেন তিনি।
চারে খেলতে নেমে রীতিমতো ঝড় তোলেছিলেন সুফি ডেভাইন। এই মিডল অর্ডার ব্যাটার ২ চার আর ৬ ছক্কায় ৩৬ বলে করেছেন ৭০ রান। উপরের সারির চার ব্যাটারই ৭০ বা তার বেশি রান করেছেন। তাতে একটা বিশ্বরেকর্ড হয়েছে। মেয়েদের ওয়ানডেতে এই প্রথম ঘটেছে এমন ঘটনা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- SSC বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: রেজাল্ট প্রকাশ ও ভর্তি আবেদনের নিয়ম জানুন
- SSC বোর্ড চ্যালেঞ্জ ২০২৫ এর ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
- SSC Board Challenge Result 2025: কবে ও কোথায় দেখবেন বিস্তারিত
- নটর ডেম কলেজ ভর্তি ২০২৫: আবেদন কবে, জিপিএ কত লাগবে জানুন
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করেছে নির্বাচকরা
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ স্কোয়াডের ১৪ জন প্রায় নিশ্চিত
- বাজারে শেয়ার ছাড়ছে সরকার, ইউনিলিভার ও সানোফি আলোচনায়
- কলেজ ভর্তি ২০২৫: আজ আবেদন শুরু, কলেজ পছন্দের নিয়ম জেনে নিন
- ৬৩ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও ডিভিডেন্ড
- গোপন প্রশিক্ষণ কেলেঙ্কারি: মেজর সাদিকের পরিচয় ফাঁস
- ১৭ কোম্পানির আর্থিক প্রতিবেদন: কার আয় বেড়েছে, কার লোকসান
- আজ প্রকাশিত হবে ১৫ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস
- গোপনে গেরিলা প্রশিক্ষণ, ঢাকায় দখল পরিকল্পনায় সক্রিয় আওয়ামী লীগ
- শেয়ারবাজারে ৭ কোম্পানির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- হলি ক্রস কলেজ একাদশ শ্রেণির ভর্তি ২০২৫: আবেদনের সময় ও পরীক্ষা সূচি