ঢাকা, শনিবার, ১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

MD. Razib Ali

Senior Reporter

২৯ বছর পর‘ লজ্জার রেকর্ড’ থেকে বাংলাদেশকে বাঁচালো ইংল্যান্ড

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ নভেম্বর ০১ ১২:২৬:০৯
২৯ বছর পর‘ লজ্জার রেকর্ড’ থেকে বাংলাদেশকে বাঁচালো ইংল্যান্ড

বিব্রতকর নজির গড়ল ইংলিশরা: ২৯ বছর পর বাংলাদেশের ‘লজ্জার রেকর্ড’ ভাঙল ইংল্যান্ড

ইংল্যান্ড ক্রিকেট দল বর্তমানে ওয়ানডে ক্রিকেটে চরম খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে প্রথম দুটি ম্যাচ হেরে সিরিজ আগেই হাতছাড়া করেছে তারা, আর তৃতীয় ম্যাচে টপ অর্ডারের করুণ ব্যর্থতায় সৃষ্টি হলো ক্রিকেটের এক নতুন, তবে চরম বিব্রতকর নজির।

বিশ্বরেকর্ড: টানা তিন ম্যাচে ইংল্যান্ডের প্রথম চার ব্যাটারের রান ৮৪

নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ইংল্যান্ডের প্রথম চারজন ব্যাটারের সম্মিলিত পারফরম্যান্স হতাশাজনক। এই তিনটি ওয়ানডেতে তাদের শীর্ষ চার ব্যাটসম্যানের ব্যাট থেকে এসেছে মাত্র ৮৪ রান। এটি একটি সিরিজ বা টুর্নামেন্টের টানা তিনটি ওয়ানডে ম্যাচে শীর্ষ চারজন ব্যাটারের সম্মিলিতভাবে করা সর্বনিম্ন রানের বিশ্বরেকর্ড।

দীর্ঘ ২৯ বছর পর মুক্তি পেল বাংলাদেশ

এই সর্বনিম্ন ৮৪ রানের রেকর্ড গড়ার মাধ্যমে ইংল্যান্ড একটি পুরনো, বিব্রতকর রেকর্ড ভেঙে দিল। এর আগে, ১৯৮৮ সালের এশিয়া কাপে টানা তিন ম্যাচে বাংলাদেশের শীর্ষ চার ব্যাটার মিলে করেছিলেন ৮৯ রান। প্রায় ২৯ বছর ধরে বাংলাদেশের দখলে থাকা এই লজ্জাজনক রেকর্ডটি এবার ভেঙে নতুন করে লিখল ইংল্যান্ড। ফলে সেই পুরনো পরিসংখ্যান থেকে মুক্তি পেল টাইগাররা।

কৌশল বদলেও ব্যর্থ হ্যারি ব্রুক

ইংল্যান্ড দল এই চরম বিব্রতকর পরিস্থিতি থেকে বাঁচতে একটি কৌশলগত পরিবর্তন এনেছিল। আগের দুই ম্যাচের পর পাঁচ নম্বরে ব্যাট করা হ্যারি ব্রুককে (Harry Brook) এই ম্যাচে চার নম্বরে নামানো হয়।

যদিও আগের দুটি ম্যাচে ব্রুক যথাক্রমে ১৩৫ এবং ৩৪ রানের ইনিংস খেলেছিলেন, কিন্তু কৌশল বদলের দিনে তিনি মোটেও সফল হতে পারেননি। মাত্র ৬ রান করেই দ্রুত প্যাভিলিয়নে ফিরে যান ব্রুক, যা ইংল্যান্ডকে এই সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড গড়া থেকে আটকাতে পারেনি।

আল-মামুন/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ