সৌম্যর কাছে দলের কি চাওয়া-পাওয়া জানিয়ে দিলেন অধিনায়ক শান্ত

গত বছর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হেড কোচ হয়ে আবারও ফিরে আসেন আলোচিত সমালোচিত চন্ডিকা হাথুরুসিংহে। হেড কোচ হিসেবে চন্ডিকা হাথুরুসিংহের নিয়োগের পর থেকেই লাইমলাইটে আসেন সৌম্য সরকার। চারেদিকে তাকে নিয়ে শুরু হয় আলোচনা। বাংলাদেশের ক্রিকেট পাড়ায় গুঞ্জন আছে সৌম্য সরকার হাথুরুর প্রিয় শিষ্য।
তার প্রমাণ তিনি নিজেই দিয়েছেন বহুবার। যেমন কোনো পারফর্ম ছাড়াই নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলেছিলেন তিনি। এরপর দল থেকে বাদ পড়েন। আবার সেই নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে সুযোগ পায় সৌম্য সরকার। আর সুযোগ পেয়ে ১৬৯ রানের বড় ইনিংস খেলেন তিনি।
এরপর সদ্য সমাপ্ত হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে দলে সুযোগ পান। তিন ম্যাচ খেলে করেন মোটে ৪৯ রান। এবার ওয়ানডে সিরিজে মাঠে নামাবে বাংলাদেশ। যেখানে দলে রয়েছেন এই ওপেনার। আর এই সিরিজের ম্যাচে যদি খেলেন সৌম্য, তার কাছে কী চাওয়া থাকবে এমন প্রশ্ন আজ মঙ্গলবার অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছে তুলে ধরা হয়।
জবাবে অধিনায়ক শান্ত বলেন, 'ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- সবকিছুতে ওর কাছে শতভাগ চাই। শেষ সিরিজে সে অনেকদিন পর ফিরে আসলো, তিনটা ম্যাচে। তিনটা ম্যাচই খেলেছে। এর মধ্যে একটা বড় ইনিংসও ছিল। অবশ্যই ধারাবাহিকতার প্রয়োজন আছে। সব ব্যাটারেরই আছে। আলাদাভাবে সৌম্যর একার প্রয়োজন আছে সেটা বলব না। প্রত্যেক ব্যাটারের এই জায়গায় উন্নতির দরকার আছে।'
তিনি আরও বলেন 'সৌম্য নিজে সেটা নিয়ে কাজ করছে। প্রত্যেক ব্যাটারই কাজ করছে। শেষ ইনিংসের কথা যদি বলি, ওরকম একটা সময়ে, ওরকম একটা কন্ডিশনে এমন একটা ইনিংস খেলা আমাদের দলের জন্য বড় ব্যাপার। আশা করি, এই সিরিজে ও যদি সুযোগ পায়, তাহলে যেখানে ব্যাটিং করার সেখানে থেকে দলের জন্য বড় কিছু করবে।'—আরও যোগ করেন শান্ত।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- সরকারি ছুটি: চাকরিজীবীদের সুখবর, মিলছে টানা তিন দিনের ছুটি
- শেয়ারবাজারে ঝড়: লাইসেন্স স্থগিত এক ব্রোকারেজ হাউজের, শঙ্কায় আরও একটি
- বিনিয়োগকারীরা সাবধান: তিন শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা
- সরকারি ছুটি: সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, পাবেন টানা ৪ দিনের ছুটি
- ইন্টার মায়ামি বনাম অরল্যান্ডো সিটি: সম্ভাব্য একাদশ, ম্যাচ প্রিভিউ, প্রেডিকশন
- ইন্টার মিয়ামি বনাম অরল্যান্ডো সিটি: প্রথমার্ধে পিছিয়ে মেসিরা
- প্রধান উপদেষ্টা ইউনূসের নির্দেশে ডিএসই: সরকারি কোম্পানিতে বিনিয়োগের সুবর্ণ সুযোগ
- বিনিয়োগের নামে নতুন প্রতারণা, বিনিয়োগকারীদের জন্য ডিএসইর সতর্কবার্তা
- বাংলাদেশ বনাম নেপাল: ৮৫ মিনিটে আরও একটি গোল ৯০ মিনিটের খেলা শেষ
- ইন্টার মায়ামি বনাম অরল্যান্ডো সিটি: মেসি ম্যাজিকে শেষ ম্যাচ, জানুন ফলাফল
- সরকারি ও ঐচ্ছিক ছুটি: চাকরিজীবীদের জন্য সুখবর, সেপ্টেম্বর মাসে ৫ দিন ছুটি
- বিনিয়োগকারীদের জন্য ডিএসইর সতর্কবার্তা
- বাংলাদেশ বনাম নেপাল: শেষ মুহুর্তে গোল, উত্তেজনায় শেষ ম্যাচ, জানুন ফলাফল
- ব্যাংকিং খাতে শুদ্ধি অভিযান: সাবেক গভর্নরসহ ২৬ ব্যাংকের শীর্ষ কর্তারা তদন্তের জালে
- বিনিয়োগকারীদের আশার আলো দেখাচ্ছে ৯ কোম্পানি শেয়ার