শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে বাজে খেলার আসল কারণ ফাঁস করলেন মুমিনুল

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে পরাজয়ের দ্বার প্রান্তে দাড়িয়ে বাংলাদেশ। চতুর্থ দিন শেষে এখন ২৪৩ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। জিততে হলো বাংলাদেশকে ৩ উইকেটে এই রান করতে হবে। কেননা আর ৩ উইকেট আছে বাংলাদেশের হাতে।
দিন শেষে সংবাদকর্মীদের মুখোমুখি হয় মুমিনুল। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের মান নিয়ে কথা বলেছেন মুমিনুল। তিনি বলেন, ‘আমি আজকেসহ ৬১টা টেস্ট ম্যাচ খেলেছি। আমি অনেক খেলার কারণে হয়ত বুঝি কখন কী করতে হবে কীভাবে করতে হবে। কখনও হয়ত কাজে লাগাতে পারি কখনও পারি না। আমার কাছে মনে হয় যে, শুনতেও খারাপ লাগতে পারে আমাদের ঘরোয়া ক্রিকেটের খেলা এবং আন্তর্জাতিকের খেলা অনেক ভিন্ন। আকাশ পাতাল তফাত। আপনারাও জানেন, আমিও জানি, সবাই জানে। আমি নিজেও তো জাতীয় লিগ খেলি আমি নিজেও কখনও চ্যালেঞ্জ ফেইস করি না। এখানে আন্তর্জাতিকে যেমন চাপ মোকাবেলা করতে হয়। আমি সততার সাথে কথাগুলো বলতেসি।’
সামনের দিনের টেস্ট ম্যাচগুলো নিয়ে এখন থেকেই প্রস্তুত হওয়া উচিত কিনা এমন প্রশ্নের জবাবে মুমিনুল জানান, ‘অবশ্যই চিন্তা করে। সবাই করবে, অবশ্যই চিন্তা করবে। এই বছরে ওয়ানডে সাদা বলের খেলা কম টেস্ট বেশি। তাই লাল বলের চিন্তা বেশি করবে।’
টেস্টের প্রতি আগ্রহ আছে ক্রিকেটারদের এমন প্রশ্নের উত্তর দিয়েছেন মুমিনুল, ‘হ্যাঁ অবশ্যই (আগ্রহ) দেখি। এখন যারা আছে সবাই টেস্ট ক্রিকেটের প্রতি খুবই নিবেদিত। আমার কাছে মনে হয়। আপনি যদি দেখেন এখানে আসলে ফল না আসলে মনে হয় যে (কিছু হচ্ছে) না। এখানে তরুণ যারা আছে সবাই টেস্টের প্রতি নিবেদিত। বেশিরভাগ জাতীয় লিগ খেলে। যারা আছে সবাই ডেডিকেটেড। সবার আগ্রহ আছে টেস্ট খেলার প্রতি।’
তরুণ ক্রিকেটারদের ব্যাপারে মুমিনুল বলেন, ‘ওদের একটা জিনিস ভালো কী ওদের ডেডিকেশন অনেক বেশি। তাদের মধ্যে ক্ষুধা (হাঙ্গারনেস) অনেক বেশি। (মাহমুদুল হাসান) জয় আর (শাহাদাত হোসেন) দিপু ওরা কিন্তু অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলের চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়ন দলের সদস্য হওয়া কিন্তু অত সহজ না। ওদের মধ্যে এই ডেডিকেশন আছে সবসময়। এমনকি ৫০-৬০ করে আউট হলেও বুঝা যায় যে আসলে কত ইচ্ছা আছে বা নাই। এখনও অনেক ক্ষুধা আছে, দলের প্রতি ডেডিকেশন আছে। টেস্ট এমন এক জায়গা যত বেশি খেলবে তত ভালো খেলার চান্স থাকবে।’
এছাড়া সকালে কী লক্ষ্য নিয়ে নেমেছিলেন এমন প্রশ্নের জবাবে মুমিনুল জানান, ‘এভাবে টেস্ট ম্যাচ হয় না। আজকে এক দিন কালকে এক দিন এভাবে হয় না। এক ঘণ্টা এক ঘণ্টা করে খেলতে হয়। অল্প অল্প করে টার্গেট করে খেলতে হয়। এক সেশন দুই সেশন এভাবেই চেষ্টা করি। আজকেও এভাবেই ছিল।’ দুই দলের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ এটি। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে শ্রীলঙ্কা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম আফগানিস্তান: টস শেষ, একাদশে ৩ পরিবর্তন, লাইভ দেখুন এখানে
- চলছে বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: লাইভ দেখুন এখানে!
- আজকের খেলার সময়সূচি: শ্রীলঙ্কা বনাম হংকং
- চলছে বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: নাসুম জোড়া আঘাত, লাইভ দেখুন এখানে
- ৫ কোম্পানির শেয়ার কারসাজি: ৩ ব্যক্তিকে দেড় কোটি টাকা জরিমানা বিএসইসির
- শেয়ারবাজারে চমক: দুই ফার্মায় ছুটছে বিনিয়োগ!
- বিনিয়োগকারীদের জন্য ডিএইসর গুরুত্বপূর্ণ সতর্কবার্তা
- কিছুক্ষণ পর আফগানিস্তান বনাম বাংলাদেশ ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- এক শেয়ারেই বাজিমাত: ডিএসইর ঘুরে দাঁড়ানোর গল্প
- নতুন পে-স্কেল: বড় সুখবর-সরকারি কর্মচারীদের বেতন বাড়লো!
- ৩ পরিবর্তন নিয়ে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একাদশ ঘোষণা
- বাংলাদেশের সুপার ফোর: ৬৭ রান কিংবা ১১.২ ওভারের জটিল সমীকরণ!
- কিছুক্ষণ পর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের ৩ পরিবর্তন নিয়ে বাংলাদেশের একাদশ ঘোষণা
- সরকারি কর্মীদের জন্য নতুন পে-স্কেল নিয়ে বড় সুখবর