ঢাকা, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২

Alamin Islam

Senior Reporter

বিগ ব্যাশসহ আজকের খেলার সময়সূচি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ ডিসেম্বর ২৮ ১০:১২:৩৬
বিগ ব্যাশসহ আজকের খেলার সময়সূচি

আজকের ব্যস্ত সূচিতে ক্রিকেট ও ফুটবলের একাধিক রোমাঞ্চকর ম্যাচ রয়েছে। বিগ ব্যাশ লিগ থেকে শুরু করে ইংলিশ প্রিমিয়ার লিগ কিংবা সিরি আ—মাঠের লড়াইয়ের উত্তাপ ছড়িয়ে পড়বে আপনার বসার ঘরেও। আপনার প্রিয় দলের খেলা কখন, কোথায় দেখা যাবে, তা নিয়েই আমাদের আজকের বিশেষ প্রতিবেদন।

ক্রীড়াপ্রেমীদের জন্য জমজমাট দিন: জেনে নিন টিভিতে আজকের খেলার সূচি

মাঠের সবুজ গালিচায় ব্যাট-বলের লড়াই আর ফুটবল মাঠের টানটান উত্তেজনা—সব মিলিয়ে আজ ক্রীড়াপ্রেমীদের জন্য এক ব্যস্ত দিন। বিগ ব্যাশ লিগের ধুন্ধুমার টি-টোয়েন্টি থেকে শুরু করে ইউরোপিয়ান ফুটবলের রোমাঞ্চ, সবকিছুই উপভোগ করা যাবে সরাসরি টিভির পর্দায়। এক নজরে দেখে নিন আজকের খেলার পূর্ণাঙ্গ সময়সূচি।

আজকের খেলার সময়সূচি

খেলাম্যাচ/টুর্নামেন্টসময় (বাংলাদেশ)চ্যানেল
ক্রিকেট মেলবোর্ন স্টারস বনাম সিডনি থান্ডার (বিগ ব্যাশ) দুপুর ২:১৫ মি. স্টার স্পোর্টস ২
ক্রিকেট ভারত বনাম শ্রীলঙ্কা (৪র্থ নারী টি-টোয়েন্টি) সন্ধ্যা ৭:৩০ মি. স্টার স্পোর্টস ১
ক্রিকেট ডারবান বনাম কেপটাউন (এসএ টোয়েন্টি) সন্ধ্যা ৭:৩০ মি. স্টার স্পোর্টস ২
ক্রিকেট গালফ জায়ান্টস বনাম আবু ধাবি নাইট রাইডার্স (আইএল টি-টোয়েন্টি) রাত ৮:৩০ মি. টি স্পোর্টস
ফুটবল সান্ডারল্যান্ড বনাম লিডস (ইপিএল) রাত ৮:০০ টা স্টার স্পোর্টস সিলেক্ট ১
ফুটবল ক্রিস্টাল প্যালেস বনাম টটেনহাম (ইপিএল) রাত ১০:৩০ মি. স্টার স্পোর্টস সিলেক্ট ১
ফুটবল আতালান্তা বনাম ইন্টার মিলান (সিরি আ) রাত ১:৪৫ মি. ডিএজেডএন (DAZN)

খেলার বিস্তারিত খবর

ক্রিকেট উন্মাদনা:

আজকের দিনের শুরুটা হচ্ছে অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশ দিয়ে। মেলবোর্ন স্টারস ও সিডনি থান্ডারের মধ্যকার ম্যাচটি শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে। এরপর সন্ধ্যায় রয়েছে নারী ক্রিকেটের লড়াই; যেখানে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা।

পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আরও দুটি বড় আসরের খেলা রয়েছে আজ। দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টিতে মুখোমুখি হবে ডারবান ও কেপটাউন। অন্যদিকে, দুবাইয়ের আইএল টি-টোয়েন্টিতে গালফ জায়ান্টসের বিপক্ষে লড়বে আবু ধাবি নাইট রাইডার্স, যা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের চ্যানেল টি স্পোর্টস।

ফুটবল রোমাঞ্চ:

ফুটবল ভক্তদের জন্য রাতটি হবে প্রিমিয়ার লিগ ও সিরি আ-র রোমাঞ্চে ভরপুর। ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে মাঠে নামছে টটেনহাম। তাদের প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস। এছাড়া সান্ডারল্যান্ড ও লিডসের মধ্যকার লড়াইটি ফুটবলপ্রেমীদের বাড়তি আনন্দ দেবে। সবশেষে রাত দেড়টার পর ইতালিয়ান সিরি আ-র হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে জায়ান্ট ইন্টার মিলান ও আতালান্তা।

প্রিয় দলের খেলা দেখতে চোখ রাখুন টিভির পর্দায়!

আল-মামুন/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ