ম্যাচ হেরে প্রশ্নের মুখে ব্যাটার ধোনি

চলতি আইপিএলে উড়ন্ত শুরু পায় বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। টানা দুই ম্যাচে জয় তুলে নেয় দলটি। তবে এরপরেই ঘটেছে ছন্দ পতন। দেখতে হয়েছে টানা দুই হারের মুখ। তবে চেন্নাই হারের দিন প্রশ্নের মুখে ব্যাটার ধোনি। আগের ম্যাচে শেষদিকে নেমে মাত্র ১৬ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তবে আজ কেন এতে পরে ব্যাটিং আসলেন তিনি। তা নিয়ে চারে দিকে চলছে চরম আলোচনা সমালোচনা। সর্বশেষ গতকালের (শুক্রবার) ম্যাচেও একইভাবে সাত নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামেন ধোনি, যা নিয়ে প্রশ্ন উঠেছে।
টস হেরে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে গতকাল ব্যাটিংয়ে নেমে চেন্নাই সুপার কিংস নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করে। যা চলতি আইপিএলের মারদাঙ্গা আয়োজনের সঙ্গে কিছুটা বেমানানই বটে। কারণ অধিকাংশ ম্যাচের গণ্ডি ১৭০ পেরিয়েছে। ফলে চেন্নাইয়ের সংগ্রহ যে হায়দরাবাদের মারকুটে ব্যাটিং লাইনআপের সামনে ধোপে টিকবে না সেটা আন্দাজ করা গিয়েছিল। প্যাট কামিন্সের দল সেটি পেরিয়েছে ৬ উইকেট এবং ১১ বল হাতে রেখে।
এর আগে চেন্নাইয়ের হয়ে একমাত্র বলার মতো ঝোড়ো ব্যাটিং করতে পেরেছেন কেবল শিভাম দুবে ও রবীন্দ্র জাদেজা। দুবে ৪৫ এবং জাদেজা ৩১ রান করেন। এরপর ব্যাটাররা সেভাবে ভালো করতে না পারায় আরও বড় পুঁজি পায়নি চেন্নাই। সে কারণে ব্যাটিং পজিশন পাল্টে ধোনির আগে নামা উচিৎ ছিল বলে মনে করেন মাইকেল ভন, ইরফান পাঠান ও সাইমন ডুল। ধোনি যখন ক্রিজে আসেন তখন ইনিংসের বাকি আর ৩ বল, পরে দুই বল মোকাবিলায় ১ রান করেন সাবেক এই চেন্নাই অধিনায়ক।
এ নিয়ে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে টুইট করেন সাবেক ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান। তিনি লেখেন, ‘ভুবি (ভুবনেশ্বর কুমার) ও উনাদকাটের (জয়দেব) অফ-কাটার মোকাবিলার জন্য ধোনির আরও আগে নামা উচিৎ ছিল। সে ডানহাতি ব্যাটসম্যান, ফলে হায়দরাবাদের বিপক্ষে আরও ওপরের ব্যাটিং অর্ডারে নামতে পারত।’
ম্যাচটিতে অনেকক্ষণ ক্রিজে থাকলেও সেভাবে বড় রান পাননি অজিঙ্কা রাহানে (৩০ বলে ৩৫)। এছাড়া ১১ বল খেলে মাত্র ১৩ রান করেন ড্যারিল মিচেল। এমন অবস্থায় ধোনি কেন আগে নামলেন না এমন প্রশ্ন তোলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। ক্রিকবাজের সঙ্গে আলোচনায় তিনি বলেন, ‘আগের ম্যাচেই ধোনি এত ভালো খেলল। সেই জায়গায় নিজে এগিয়ে না এসে পরের দিকে ব্যাট করতে নামায় আমি বিস্মিত হয়েছি। ইনিংসের মাত্র তিন বল বাকি থাকতে কেন ব্যাট করতে এলো ধোনি, সেটাই আমি বুঝতে পারছি না। স্লোয়ার বল খেলায় তার পাওয়ার হিটিংয়ের কথা আমরা সবাই জানি, যা আগেও সে করে দেখিয়েছে।’
তার সঙ্গে সুর মিলিয়ে মন্তব্য করেছেন নিউজিল্যান্ডের সাবেক বোলার এবং ধারাভাষ্যকার সাইমন ডুলও, ‘স্লোয়ার বলগুলো মারার ক্ষমতা ধোনির ছিল। অতীতে সেরকমই দেখা গেছে। আমিও এমএসকে পরে ব্যাট করতে নামতে দেখে অবাক হয়েছি।’
অন্যদিকে, ম্যাচে হারের জন্য স্লো পিচকে দায়ী করেছেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। তিনি বলেন, ‘সত্যিকার অর্থে এটি স্লো পিচ ছিল। শেষদিকে তারা (হায়দরাবাদ) ভালো বল করেছে এবং আমাদের খুব একটা চড়াও হতে দেয়নি। আমরা ম্যাচের শুরুটা ভালো করেছিলাম, কিন্তু পরে তারা ম্যাচের লাগাম নিয়ে নেয়।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মার্জিন বিধিমালা ২০২৫ খসড়া প্রকাশ, বিনিয়োগকারীদের জন্য বড় ঘোষণা
- আলিফ ইন্ডাস্ট্রিজের বড় ঘোষণা, শেয়ারে হঠাৎ চাহিদার ঝড়
- বিনিয়োগকারীদের জন্য ডিএসইর বিশেষ সতর্কবার্তা
- বাংলাদেশ বনাম নেপাল: লস টাইমে গোল, শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- বিনিয়োগকারীদের চাহিদার শীর্ষে ৯ কোম্পানির শেয়ার
- বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা: বিমা খাত এখন ঝুঁকির মধ্যে
- আট ব্রোকারেজ হাউজের বিরুদ্ধে বিএসইসির পদক্ষেপ, তালিকায় সাকিবের প্রতিষ্ঠান
- মার্জিন রুলস নিয়ে বিএসইসির নতুন সিদ্ধান্ত
- আজকের শেয়ারবাজার: বিক্রেতা সংকটে ৯ কোম্পানি হল্টেড
- বিনিয়োগকারীরা সাবধান: ডিএসইর গুরুত্বপূর্ণ সতর্কবার্তা
- বাংলাদেশ বনাম নেপাল: ৯০ মিনিটের খেলা শেষ, জেনে নিন ফলাফল
- আপনার মতামতেই চূড়ান্ত হবে শেয়ারবাজারের মার্জিন রুলস
- বিনিয়োগকারীদের চাহিদার শীর্ষে ৫ কোম্পানির শেয়ার
- ঢাকায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল ঠেকালো পুলিশ-জনতা
- বিক্রেতা সংকটে হল্টেড ৫ কোম্পানির শেয়ার