আইপিএলে নিজের গড়া ৮ বছর আগের রেকর্ড ভেঙে ফেলতে পারেন মুস্তাফিজ

চলতি আইপিএলে রীতিমত উড়ছেন বাংলাদেশের তারকা পেসার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আইপিএলে নিজেদের প্রথম তিন ম্যাচ খেলে হয়েছিলেন সর্বোচ্চ উইকেট শিকারী বোলার। দখল করেছিলেন পার্পল ক্যাপ। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভিসা প্রসেসিংয়ের জন্য দেশে ফেরায় পার্পল ক্যাপ হাত ছাড়া হয় ফিজের।
তবে কলকাতার বিপক্ষে ম্যাচ দিয়ে আইপিএলে ফিরেই আবার পার্পল ক্যাপ নিজের দখলে নিয়েছেন ফিজ। ফেরার ম্যাচে ৪ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছেন তিনি। ৯ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। এবং পার্পল ক্যাপ তার দখলে। এতে করে আইপিএল জুড়ে এখন চলছে মুস্তাফিজ বন্দনা। কিন্তু টুর্নামেন্ট শেষে বাংলাদেশের বাঁহাতি পেসারের সর্বোচ্চ উইকেটশিকারি থাকার সম্ভাবনা খুবই কম। এ মাসের শেষেই যে দেশে ফিরতে হবে তাকে।
আইপিএল শেষে মুস্তাফিজ সর্বোচ্চ উইকেট শিকারি হতে পারুন বা না পারুন, অন্তত সম্ভাবনা রয়েছে আইপিএলের ইতিহাসে নিজের উইকেটশিকারের রেকর্ড ভাঙার। আইপিএলের এক টুর্নামেন্টে ফিজ সর্বোচ্চ ১৭ উইকেট পেয়েছিলেন ২০১৬ সালে। সেটা ছিল তার অভিষেক মৌসুম। সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে সে বছর ১৬ ম্যাচ খেলে ১৭ উইকেট ঝুলিতে পুরেন তিনি। এবার মুস্তাফিজ কি পারবেন ৮ বছর আগে গড়া নিজের রেকর্ড ছাড়িয়ে যেতে?
মুস্তাফিজের জন্য কাজটা কঠিন হলেও এমন ধারবাহিকতা থাকলে তাও সম্ভব। বিসিবির অনাপত্তিপত্রের শর্তানুযায়ী আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চেন্নাইয়ের হয়ে ২২ গজ মাতাতে পারবেন মুস্তাফিজ। ওই সময়ের মধ্যে চেন্নাই খেলবে চারটি ম্যাচ। যেখানে তাদের প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ানস (১৪ এপ্রিল), লখনৌ সুপার জায়ান্টস (১৯ ও ২৩ এপ্রিল), সানরাইজার্স হায়দরাবাদের (২৮ এপ্রিল)। মুস্তাফিজ চারটি ম্যাচেই একাদশে থাকবেন কি না তা এখনো নিশ্চিত নয়। ওই চার ম্যাচে দুটি চেন্নাই খেলবে ঘরের মাঠে।
চার ম্যাচ থেকে মুস্তাফিজ ইতোমধ্যে তুলে নিয়েছেন ৯ উইকেট। আর ফিজ যদি শেষ চারটি ম্যাচ খেলার সুযোগ পান তবে ঐকিক নিয়মের হিসেবে রেকর্ড ভাঙারই কথা। প্রথম চার ম্যাচে ৯ উইকেট পাওয়া মোস্তাফিজ সমানতালে এগুলে পরের চার ম্যাচ শেষে তার উইকেট সংখ্যা হবে ১৮। কিন্তু প্রতিদিন তো আর একই রকম হয় না। টি-টোয়েন্টি ফরম্যাট যেহেতু কম বলের খেলা সে হিসেবে ব্যাটাররা জ্বলে উঠলে ভাগ্য খারাপ হতে পারে মুস্তাফিজের। সে হিসেবে যদি-কিন্তু ধরে টাইগার এ পেসার শেষ চার ম্যাচে ৯ উইকেটের বেশিও পেতে পারেন, আবার কোনো উইকেট নাও পেতে পারেন। প্রথম চার ম্যাচে ৯ উইকেটের ৮টিই ফিজ পেয়েছেন চেন্নাইয়ের ঘরের মাঠ এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। নিজের রেকর্ড ভাঙতে লক্ষ্ণৌ ও হায়দরাবাদের বিপক্ষে ‘হোম’ ম্যাচ দুটিই তাই বড় ভরসা হবে তার। টাইগার এ পেসার যে চেন্নাইয়ের উইকেটের সঙ্গে দারুণভাবে মানিয়ে গেছেন তা বলার অপেক্ষা রাখে না।
অভিষেক মৌসুমে মুস্তাফিজ সানরাইজার্সের জার্সিতে ১৭ উইকেট নেয়ার পর ২০২১ সালে দ্বিতীয়বারের মতো দুই অঙ্ক স্পর্শ করেন। সেবার রাজস্থান রয়্যালসের জার্সিতে ১৪ ম্যাচে ১৪ উইকেট পকেটে পুরেন তিনি। আইপিএলে সব মিলিয়ে ৫২ ম্যাচ খেলে মুস্তাফিজের উইকেট সংখ্যা ৫৬টি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মার্জিন বিধিমালা ২০২৫ খসড়া প্রকাশ, বিনিয়োগকারীদের জন্য বড় ঘোষণা
- আলিফ ইন্ডাস্ট্রিজের বড় ঘোষণা, শেয়ারে হঠাৎ চাহিদার ঝড়
- বিনিয়োগকারীদের জন্য ডিএসইর বিশেষ সতর্কবার্তা
- বাংলাদেশ বনাম নেপাল: লস টাইমে গোল, শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- বিনিয়োগকারীদের চাহিদার শীর্ষে ৯ কোম্পানির শেয়ার
- বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা: বিমা খাত এখন ঝুঁকির মধ্যে
- আজকের শেয়ারবাজার: বিক্রেতা সংকটে ৯ কোম্পানি হল্টেড
- বিনিয়োগকারীরা সাবধান: ডিএসইর গুরুত্বপূর্ণ সতর্কবার্তা
- সরকারের এক সিদ্ধান্তে ৭০০ টাকার গরুর মাংস মিলবে ১২০-১২৫ টাকায়
- বাংলাদেশ বনাম নেপাল: ৯০ মিনিটের খেলা শেষ, জেনে নিন ফলাফল
- আট ব্রোকারেজ হাউজের বিরুদ্ধে বিএসইসির পদক্ষেপ, তালিকায় সাকিবের প্রতিষ্ঠান
- ঢাকায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল ঠেকালো পুলিশ-জনতা
- দ্বিতীয় প্রান্তিকে ২৩ কোম্পানির মুনাফা হ্রাস
- মার্জিন রুলস নিয়ে বিএসইসির নতুন সিদ্ধান্ত
- প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে ১৩ হাজার সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি