ঢাকা, মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

MD. Razib Ali

Senior Reporter

আজ ৪ উইকেট নিয়ে পার্পল ক্যাপের হিসাব নিকাশ পাল্টে দিলেন পাথিরানা, দেখেনিন মুস্তাফিজের অবস্থান

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৪ এপ্রিল ১৫ ০০:২২:৪৬
আজ ৪ উইকেট নিয়ে পার্পল ক্যাপের হিসাব নিকাশ পাল্টে দিলেন পাথিরানা, দেখেনিন মুস্তাফিজের অবস্থান

আজ রাতে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামে চেন্নাই সুপার কিংস। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় মুম্বাইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারীত ২০ ওভারে ৪ উইকেটে ২০৬ রান স্কোর বোর্ডে জমা করে চেন্নাই সুপার কিংস। জবাবে ব্যাট করতে নেমে রোহিতের সেঞ্চুরির পরও ২০ রানের হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স।

আজ দুর্দান্ত বল করেছেন মাথিস পাথিরানা। ৪ ওভারে ২৮ রান দিয়ে তুলে নিয়েছেন ৪ উইকেট। তবে এই ম্যাচে ভালো করতে পারেননি ফিজ। ৪ ওভার বল করে ৫৫ রান দিয়ে নিয়েছেন মাত্র ১টি উইকেট। পার্পল ক্যাপের দৌড়ে তিন ম্যাচ খেলেই ৮ নম্বরে উঠে এসেছে পাথিরানা। ৩ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন তিনি। আর ১০ উইকেট নিয়ে আবারও তিন নম্বরে উঠে এসেছেন মুস্তাফিজ।

যথারীতি এক নম্বর স্থান ধরে রেখেছেন যুবেন্দ্র চাহাল। ৬ ম্যাচে ১১ উইকেট নিয়ে পার্পল ক্যাপ নিজের দখলে রেখেছেন তিনি। দুই নম্বরে আছেন জাসপ্রিত বুমরাহ। ৬ ম্যাচে মুস্তাফিজের সমান ১০ উইকেট নিয়েছেন তিনি। মুস্তাফিজ তিনে আসায় চারে নেমে গেছেন রাবাদা। ৯ উইকেট নিয়েছেন তিনি। ইকোনোমি রেটে পিছিয়ে থাকে ৯ উইকেট নিয়ে পাঁচ নম্বরে আছেন আর্শদীপ সিং।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ