এক পরিবর্তন নিয়ে ভারতের বিপক্ষে ম্যাচের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করলো পাকিস্তান
আজ ৯ জুন নাসাও কাউন্টির ক্রিকেট স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামছে ভারত বনাম পাকিস্তান। ক্রিকেটের চির প্রতিদ্বন্দ্বীতার রেশ উপমহাদেশ থেকে ছড়িয়ে পড়েছে সুদূর নিউ ইয়র্কেও। টিকিটের জন্য দেখা গিয়েছে হাহাকার। জমজমাট ম্যাচ হবে, ধরে নিচ্ছেন সকলে। মাঠে নামার আগে দুই দল অবশ্য দাঁড়িয়ে দুই মেরুতে।
গ্রুপ পর্বের প্রথম খেলায় আয়ারল্যান্ডকে সহজেই হারিয়ে আত্মবিশ্বাসী ভারত। তারা রবিবার টানা দ্বিতীয় জয় ছিনিয়ে নিয়ে টি-২০ বিশ্বকাপের সুপার এইটের দিকে এক পা বাড়িয়ে দিতে চাইবে। অন্যদিকে অপেক্ষাকৃত দুর্বল মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ডালাসের মাঠে অপ্রত্যাশিত ভাবেই হেরেছে পাকিস্তান। রবিবার হারলে বিদায় একপ্রকার নিশ্চিত তাদের। অস্তিত্বরক্ষার লড়াইতে নামতে হচ্ছে বাবর আজমদের।
উইনিং কম্বিনেশন সম্ভবত ভাঙবেন না কোচ রাহুল দ্রাবিড়। আগের দিন আয়ারল্যান্ডের বিরুদ্ধে চোট পেলেও আপাতত সুস্থ রোহিত শর্মা। ওপেন করবেন তিনিই। সাথে থাকবেন বিরাট কোহলি। পছন্দের প্রতিপক্ষের বিরুদ্ধে চেনা ছন্দে ফিরতে চাইবেন তিনি। এরপর থাকতে পারেন ঋষভ পন্থ। টপ-অর্ডারে গত দুটি ম্যাচে বেশ ভালো খেলেছেন তিনি।
চার নম্বরে সূর্যকুমার যাদবকে খেলাতে পারে ভারত। কঠিন পিচে তাঁর থেকে দায়িত্বশীল ইনিংসের আশায় দল। পাঁচে থাকছেন বিগ-হিটার শিবম দুবে। ফিনিশার হিসেবে ছয়ে দেখা যাবে হার্দিক পান্ডিয়াকে। দুই স্পিন বোলিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেলের জায়গা হতে পারে একাদশে। পেস বিভাগে থাকছেন বুমরাহ-সিরাজ-আর্শদীপ ত্রয়ী। অতিরিক্ত পেস বিকল্প হতে পারেন শিবম দুবে ও হার্দিক।
আমেরিকার বিরুদ্ধে হারের পর রবিবার ঘুরে দাঁড়ানোর লড়াই পাকিস্তানের। তাদের হয়ে ওপেন করতে পারেন মহম্মদ রিজওয়ান ও বাবর আজম। ২০২১-এর সাফল্যের পুনরাবৃত্তি চাইবেন দুজনেই। তিনে দেখা যেতে পারে তরুণ সাইম আইয়ুব’কে।
চারে থাকতে পারেন পিএসএল-এর সেরা ব্যাটার নির্বাচিত হওয়া উসমান খান। ভারতীয় বোলিং-এর বিরুদ্ধে পালটা আক্রমণের নীতি নিতে পাঁচ ও ছয়ে ফখর জামান ও শাদাব খানকে নামাতে পারে পাকিস্তান।
বাদ পড়তে পারেন আজম খান। সাতে ‘ফিনিশার’-এর ভূমিকা পালন করবেন ইফতিকার আহমেদ। একমাত্র স্পিনার হতে পারেন শাদাব’ই। নাসাও কাউন্টির পেস সহায়ক পিচে গতির ঝড় তুলতে হারিস রউফ, শাহীন শাহ আফ্রিদির সাথে জুড়ে দেওয়া হতে পারে ডান হাতি নাসিম শাহ ও বাম হাতি মহম্মদ আমিরকে।
দুই দলের সম্ভাব্য একাদশ-
ভারত (IND)-
বিরাট কোহলি, রোহিত শর্মা (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং।
পাকিস্তান (PAK)-
মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), বাবর আজম (অধিনায়ক), সাইম আইয়ুব, উসমান খান, ফখর জামান, শাদাব খান, ইফতিকার আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ, মহম্মদ আমির।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- সরকারি চাকরিজীবীদের বড় সুখবর! ৮ জানুয়ারি চূড়ান্ত হচ্ছে নবম পে-স্কেল
- চলছে চট্টগ্রাম বনাম সিলেট ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- মুস্তাফিজের নতুন বার্তা
- Sylhet Titans vs Dhaka Capitals Live:খেলাটি সরাসরি দেখুন Live
- চলছে সিলেট বনাম ঢাকা ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- আইপিএল থেকে বাদ পড়ে পিএসএলে মুস্তাফিজ
- nasir hossain: আজ নাসিরের ঝড়ে ব্যাটিং, জানুন কত রান করলেন
- Chattogram Royals vs Sylhet Titans Live: খেলাটি সরাসরি দেখুন Live
- আজ ক্রিস্টাল প্যালেস বনাম অ্যাস্টন ভিলা ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- আজ ম্যানচেস্টার সিটি বনাম ব্রাইটন ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে Live দেখবেন?
- আজ ফুলহ্যাম বনাম চেলসি ম্যাচ: জানুন সম্ভাব্য লাইনআপ ও সরাসরি দেখবেন যেভাবে
- দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা
- এসএসসি ২০২৬: চূড়ান্ত পরীক্ষা কেন্দ্রের তালিকা প্রকাশ
- ভয়াবহ দুর্ঘটনা: সমুদ্রে বিধ্বস্ত বিমান
- আইসিসির ‘আলটিমেটাম’ মানছে না বিসিবি, বিশ্বকাপ ভেন্যু নিয়ে অনিশ্চয়তা তুঙ্গে