ঢাকা, বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

আইসিসির ‘আলটিমেটাম’ মানছে না বিসিবি, বিশ্বকাপ ভেন্যু নিয়ে অনিশ্চয়তা তুঙ্গে

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ জানুয়ারি ০৭ ১২:৫১:০৫
আইসিসির ‘আলটিমেটাম’ মানছে না বিসিবি, বিশ্বকাপ ভেন্যু নিয়ে অনিশ্চয়তা তুঙ্গে

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশ ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মধ্যে তৈরি হওয়া টানাপোড়েন নতুন মোড় নিয়েছে। ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ আয়োজনের অনুরোধ নাকচ করা হয়েছে—এমন খবরে আলোচনায় আসে আইসিসি নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) একপ্রকার আলটিমেটাম দিয়েছে। তবে এবার সেই দাবি সরাসরি অস্বীকার করল বিসিবি।

ক্রিকেটভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো ও ক্রিকবাজ–এর প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার অনলাইন বৈঠকে আইসিসি জানিয়ে দিয়েছে—বাংলাদেশকে নির্ধারিত সূচি অনুযায়ী ভারতে খেলতেই হবে, অন্যথায় পয়েন্ট হারানোর ঝুঁকি থাকবে। এতে ক্রিকেট অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়ায়।

কিন্তু ইএসপিএনক্রিকইনফোই আবার জানিয়েছে, বিসিবি স্পষ্টভাবে বলেছে—আইসিসির কাছ থেকে তারা এ ধরনের কোনো চূড়ান্ত আলটিমেটাম পায়নি। অর্থাৎ বিষয়টি এখনো পুরোপুরি নিষ্পত্তি হয়নি বলেই দাবি করছে বাংলাদেশের বোর্ড।

অন্যদিকে ক্রিকবাজের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বাংলাদেশের যে উদ্বেগ, আইসিসি তা গ্রহণযোগ্য মনে করেনি। বৈঠকে যদিও কোনো লিখিত বা আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি, তবে আইসিসি নিজেদের অবস্থান থেকে সরে আসবে—এমন সম্ভাবনাও খুব একটা দেখছে না সংশ্লিষ্ট মহল।

সূত্রের খবর অনুযায়ী, এই ইস্যুতে আইসিসি খুব শিগগিরই আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাতে পারে। ধারণা করা হচ্ছে, শনিবারের মধ্যেই বিষয়টি পরিষ্কার হতে পারে।

এখন পর্যন্ত এই বিতর্ক নিয়ে আইসিসি, বিসিবি কিংবা ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)—কেউই আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

কীভাবে শুরু হলো এই সংকট?

পুরো পরিস্থিতির সূত্রপাত হয় বাংলাদেশি তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনা দিয়ে। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটের জেরে বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়। গত ৩ জানুয়ারি ফ্র্যাঞ্চাইজিটি বিষয়টি নিশ্চিত করে।

এর পাল্টা প্রতিক্রিয়ায় বিসিবি জানায়, খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় তারা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে আগ্রহী নয়। আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের আবেদনও করা হয়। একই সঙ্গে বাংলাদেশ সরকার দেশে আইপিএল সম্প্রচার স্থগিতের সিদ্ধান্ত নেয়।

বাংলাদেশের ম্যাচ সূচি

টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ৭ ফেব্রুয়ারি।বাংলাদেশের ম্যাচগুলো হওয়ার কথা—

৭ ফেব্রুয়ারি: ওয়েস্ট ইন্ডিজ (কলকাতা)

ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে গ্রুপ ম্যাচ: কলকাতা

নেপালের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচ: মুম্বাই

সব মিলিয়ে, আইসিসি ও বিসিবির অবস্থানের পার্থক্যের কারণে বাংলাদেশের বিশ্বকাপ অংশগ্রহণ ও ভেন্যু নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছে দেশের ক্রিকেটপ্রেমীরা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ