MD. Razib Ali
Senior Reporter
সরকারি চাকরিজীবীদের বড় সুখবর! ৮ জানুয়ারি চূড়ান্ত হচ্ছে নবম পে-স্কেল
সরকারি চাকুরিজীবীদের বেতন ও গ্রেড সংক্রান্ত দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। নবম পে-স্কেলের স্থগিত থাকা কাজ পুনরায় সচল করতে আগামী বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে বসছে জাতীয় বেতন কমিশনের পূর্ণাঙ্গ বৈঠক। দুপুর ১২টায় শুরু হতে যাওয়া এই সভায় নতুন বেতন কাঠামোর অমীমাংসিত বিষয়গুলো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর জোরালো সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) কমিশনের উচ্চপদস্থ একজন সদস্য এই গুরুত্বপূর্ণ সভার কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি আধুনিক ও সময়োপযোগী বেতন কাঠামো উপহার দিতে কমিশন শেষ মুহূর্তের কাজ গুছিয়ে আনছে।
গ্রেড বিভাজন নিয়ে তিন মেরুতে কমিশন
বর্তমানে প্রচলিত ২০টি গ্রেড সংস্কার করা নিয়ে কমিশনের অন্দরে তিনটি ভিন্ন মত দেখা দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে:
প্রথম পক্ষ: বিদ্যমান ২০টি গ্রেড রেখেই কেবল বেতন বাড়ানোর পক্ষে।
দ্বিতীয় পক্ষ: প্রশাসনিক জটিলতা কমাতে গ্রেড সংখ্যা ১৬-তে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে।
তৃতীয় পক্ষ: বৈষম্য পুরোপুরি দূর করতে গ্রেড সংখ্যা কমিয়ে ১৪টি করার পক্ষে শক্ত অবস্থান নিয়েছে।
৮ জানুয়ারির বৈঠকে মূলত এই গ্রেড-বিতর্ক নিরসন করে একটি একক কাঠামো চূড়ান্ত করাই হবে প্রধান চ্যালেঞ্জ।
সুপারিশ জমা দেওয়ার সময়সীমা
কমিশন সূত্রে জানা গেছে, চলতি জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন পেশ করার একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে গ্রেড সংখ্যা এবং বেতন বৈষম্যের মতো স্পর্শকাতর ইস্যুগুলো এখনো চূড়ান্ত রূপ না পাওয়ায় কমিশন সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
কমিশনের এক সদস্য জানান, সুপারিশমালা জমা দেওয়ার জন্য মাসের মাঝামাঝি পর্যন্ত একটি অলিখিত সময়সীমা রয়েছে। সবকিছু ঠিক থাকলে এর আগেও রিপোর্ট জমা হতে পারে। তবে পরবর্তী সভায় সদস্যদের ঐকমত্যের ওপর নির্ভর করছে প্রতিবেদন জমা দেওয়ার সুনির্দিষ্ট তারিখ।
শত শত প্রস্তাব যাচাই-বাছাই
বিভিন্ন দপ্তর ও সংগঠন থেকে প্রাপ্ত অসংখ্য প্রস্তাব এখন টেবিলজুড়ে। প্রতিটি প্রস্তাব নিবিড়ভাবে খতিয়ে দেখা হচ্ছে যাতে একটি টেকসই এবং বাস্তবসম্মত বেতন কাঠামো তৈরি করা যায়। কমিশনের মতে, তাড়াহুড়ো না করে প্রতিটি দিক বিশ্লেষণ করে প্রতিবেদন জমা দিতে আরও কয়েক দিন সময় প্রয়োজন হতে পারে।
নতুন বছরের এই শুরুতেই পে-স্কেল সংক্রান্ত ইতিবাচক কোনো বার্তা সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ উপহার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এখন সবার নজর আগামী বৃহস্পতিবারের সচিবালয়ের সেই বৈঠকের দিকে, যেখানে নির্ধারিত হবে কয়েক লাখ মানুষের নতুন বেতন কাঠামো।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশকে এক কথায় না বলে দিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড
- সোনার বাজারে বড় রেকর্ড: ভরিতে বাড়লো ৫১৩২ টাকা
- মুস্তাফিজকে ক্ষতিপূরণ দেওয়া নিয়ে যা জানালো আইপিএল কর্তৃপক্ষ
- সরকারি চাকরিজীবীদের বড় সুখবর! ৮ জানুয়ারি চূড়ান্ত হচ্ছে নবম পে-স্কেল
- চলছে চট্টগ্রাম বনাম সিলেট ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- মুস্তাফিজের নতুন বার্তা
- প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা বাতিল: পুনঃপরীক্ষার ঘোষণা শীঘ্রই
- এইচএসসি ২০২৬: ফরম পূরণের নতুন সময়সূচি ঘোষণা
- বিপিএল পয়েন্ট টেবিল: শীর্ষে রংপুর জানুন বাকিদের অবস্থান
- আজকের খেলার সময়সূচী:ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া
- লিভার অকেজো হওয়ার আগেই ত্বকে ফুটে ওঠে এই ৪টি বিশেষ লক্ষণ
- আইপিএল থেকে বাদ পড়ে পিএসএলে মুস্তাফিজ
- শীতে খালি পেটে খেজুর খেলেই ম্যাজিক! জানুন ৫টি জাদুকরী উপকারিতা
- এসএসসি, এইচএসসি ও স্নাতক শিক্ষার্থীরা প্রত্যেক মাসে পাবেন ১২০০ টাকা
- নিলামে কেউ নেয়নি, সেই রিয়াদই এখন বিপিএলের সেরা