ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে শান্তদের কড়াভাবে যা বললেন হাথুরুসিংহে

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৪ জুন ২০ ১২:৪০:৪৮
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে শান্তদের কড়াভাবে যা বললেন হাথুরুসিংহে

চার ম্যাচে তিন জয়ে দীর্ঘ ১৭ বছর পর গ্রুপ পর্ব পেরিয়ে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে জায়গা করে নিয়েছে। সুপার এইটে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তান। তবে সেমিফাইনালে খেলতে পারবে কিনা, তা নিয়ে এখনই কোনো ভবিষ্যদ্বাণী করতে চান না বাংলাদেশের প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে।

প্রথম লক্ষ্য ছিল সুপার এইটে ওঠা, যা পূরণ হয়েছে বলে মনে করেন টাইগারদের কোচ। তিনি জানান, এখন যা প্রাপ্তি হবে সবই বোনাস। শুক্রবার ভোরে বাংলাদেশ মাঠে নামবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। একই মাঠে একদিন পর ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সুপার এইটের শেষ ম্যাচে লড়তে হবে আফগানিস্তানের বিপক্ষে।

সেমি-ফাইনালে খেলতে হলে অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে অন্তত একটি দলকে হারাতে হবে বাংলাদেশকে। আর আফগানিস্তানের বিপক্ষে জয় অবশ্যই পেতে হবে। হাথুরুসিংহে বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল সুপার এইট। বোলাররা আমাদের খেলায় টিকিয়ে রেখেছে এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছে।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা এখানে আসতে পেরে খুশি। এখান থেকে যা কিছু পাব, আমাদের জন্য বোনাস। তাই এখন আমরা অনেক স্বাধীনতা নিয়ে খেলব এবং তিন দলের প্রতিটিকে যতটা সম্ভব চ্যালেঞ্জ জানাব।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে ক্রিকেটারদের দায়িত্বের কথাও মনে করিয়ে দিয়েছেন হাথুরুসিংহে। সব মিলিয়ে নির্ভার হয়েই মাঠে নামার ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ কোচ।

তিনি বলেন, ‘আমরা এই খেলাটি উপভোগ করার জন্য শুরু করেছি। তবে এর মানে এমন না যে, তাদের যা খুশি করার লাইসেন্স আছে। প্রত্যেকেরই নির্দিষ্ট দায়িত্ব আছে দলের প্রতি।’

‘অবশ্যই স্বাধীনতা আছে এবং দেশ, ক্লাব কিংবা এমনকি পার্ক ক্রিকেটে খেলার সময়ও উপভোগের বিষয়টি থাকবে। এজন্যই আমরা এই খেলাটি শুরু করেছি। তাই উপভোগের মন্ত্র সবসময়ই সামনে থাকবে। তবে সবারই দলের প্রতি কিছু দায়িত্ব পালন করতে হবে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ