ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

গ্লোবাল টি-টোয়েন্টি লিগ কানাডায় দল পেলেন বাংলাদেশের চার ক্রিকেটার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৪ জুন ২২ ১৩:১৪:৩২
গ্লোবাল টি-টোয়েন্টি লিগ কানাডায় দল পেলেন বাংলাদেশের চার ক্রিকেটার

গ্লোবাল টি-টোয়েন্টি লিগ কানাডায় সাকিব আল হাসানের দল পরিবর্তিত হয়েছে। গত বছর মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে খেলা এই বাংলাদেশি ক্রিকেটার এবার মিসিসাগা প্যান্থার্সের হয়ে খেলবেন। এই দলের জার্সি গায়ে জড়ানো প্রথম বাংলাদেশি ক্রিকেটার হবেন সাকিব।

গত মৌসুমে সাকিব ছাড়াও লিটন কুমার দাস এই লিগে অংশ নিয়েছিলেন। তবে এই বছর সাকিব ছাড়াও এক ঝাঁক ক্রিকেটার খেলবেন এই লিগে। বাংলা টাইগার্সের হয়ে খেলবেন শরিফুল ইসলাম ও অলরাউন্ডার সাইফউদ্দিন। রিশাদ হোসেনকে দলে ভিড়িয়েছে টরোন্টো ন্যাশনালস।

সাকিব ছাড়াও অনেক নামীদামী ক্রিকেটার এই লিগে খেলবেন। মার্কাস স্টয়নিস, সুনীল নারাইন ও কাইল মেয়ার্স সারে জাগুয়ারসে; ক্রিস লিন, শেরফানে রাদারফোর্ড ও নাভিন উল হক মন্ট্রিয়াল টাইগার্সে; ইফতিখার আহমেদ ও রহমানউল্লাহ গুরবাজ সাকিবের দল মিসিসাগা প্যান্থার্সে; শাহীন শাহ আফ্রিদি, রোমারিও শেফার্ড ও কলিন মুনরো টরোন্টো ন্যাশনালসে; ডেভিড ওয়ার্নার ও অ্যান্ড্রু টাই ব্রাম্পটন উলভসে; বাবর আজম, মোহাম্মদ আমির ও মোহাম্মদ রিজওয়ান ভ্যাঙ্কুবার নাইটসে খেলবেন।

গত আসরে লিটন ৮ ম্যাচে ১৫২ রান করেন, গড় ছিল ২১.৭১ এবং স্ট্রাইক রেট ছিল ১০০.৬৬। সাকিব ৪ ইনিংসে ১৫৪.৫৪ স্ট্রাইক রেটে ২৫.৫০ গড়ে ১০২ রান করেন এবং বল হাতে ৫ উইকেট নেন, যার মধ্যে এক ম্যাচেই তিনটি উইকেট শিকার করেন।

গত বছরের ফাইনালে সাকিবের প্রাক্তন দল মন্ট্রিয়াল টাইগার্স ও লিটনের দল সারে জাগুয়ারস মুখোমুখি হয়েছিল। শেষ বলে জয় তুলে নিয়ে মন্ট্রিয়াল টাইগার্স চ্যাম্পিয়ন হয়। যদিও সাকিব এলপিএলের কারণে ফাইনাল ম্যাচ খেলতে পারেননি, লিটন ফাইনালে ১৩ বলে ১২ রান করেন।

গ্লোবাল টি-টোয়েন্টি কানাডার তিনটি আসর ইতিপূর্বে অনুষ্ঠিত হয়েছে। মন্ট্রিয়াল টাইগার্স ছাড়াও ভ্যাঙ্কুবার নাইটস ও উইনিপেগ হকস একবার করে শিরোপা জিতেছে। তবে বর্তমানে উইনিপেগ দল টুর্নামেন্টে নেই। আগামী ২৫ জুলাই শুরু হয়ে এবারের আসরের পর্দা নামবে ১১ আগস্ট।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ