ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

বাংলাদেশকে পাহাড় সমান রানের টার্গেট দিল ভারত

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৪ জুন ২২ ২২:২৮:৪৮
বাংলাদেশকে পাহাড় সমান রানের টার্গেট দিল ভারত

ব্যাটিং বান্ধব উইকেটে টসে জিতে ভারতকে আগে ব্যাটিংয়ের পাঠানোর পরই বড় প্রশ্ন উঠেছিল বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সিদ্ধান্ত নিয়ে। এরপর বল হাতে শুরুতে উইকেট তুলে নিলেও ভারতের ব্যাটাররা ঠিকই বাংলাদেশের বিপক্ষে বড় সংগ্রহ গড়েছেন। হার্দিক পান্ডিয়ার হাফ সেঞ্চুরি ও বিরাট কোহলি-ঋষভ পান্তদের ৩০ এর ঘরের ইনিংসে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রানের বিশাল সংগ্রহ পেয়েছে ভারত।

বল হাতে নেমে উইকেটের দেখা পেতে চতুর্থ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশকে। নিজের দ্বিতীয় ওভারে এসে ভারতীয় ওপেনার রোহিত শর্মাকে ঝুলিয়ে দেয়া বলে আউট করেছেন তিনি। রোহিত একটু জায়গা করে খেলতে চেয়েছিলেন। তবে ব্যাটার কানায় লেগে বল টপ এজ হয়ে চলে যায় শর্ট কাভারে জাকের আলীর হাতে। কাভার থেকে দৌড়ে এসে তিনি ডাইভ দিয়ে ক্যাচ লুফে নিয়েছেন। আউট হওয়ার আগে টানা দুই বলে সাকিবকে ছক্কা ও একটি চার হাঁকান।

রোহিত ফিরেছেন ১১ বলে ২৩ রানের ইনিংস খেলে। এরপর ঋষভ পান্তকে নিয়ে বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন কোহলি। এই দুজনের ব্যাটে পাওয়ার প্লের ৬ ওভারেই ৫৩ রান তুলে ফেলে ভারত। পাওয়ার প্লের পরেই বিরাট কোহলিকে বোল্ড করে আউট করেছেন তানজিম হাসান সাকিব। ২৮ বলে ৩৮ রান করে ফিরে গেছেন ভারতের এই ব্যাটার। ১ বল পরে সূর্যকুমার যাদবকেও আউট সাইড এজ করে আউট করেন এই পেসার। ২ বলে ৬ রান করা এই ব্যাটার পুল করতে গিয়ে উইকেটের পেছনে লিটন দাসকে ক্যাচ দেন।

রোহিত-কোহলি ও সূর্যকুমার ফিরে গেলেও একপ্রান্ত আগলে রেখে ঝড় তুলেছিলেন পান্ত। শেষ ৮ বলেই এই উইকেটরক্ষক ব্যাটার তুলে নিয়েছিলেন ২৪ রান। রিশাদের ওপরও চড়াও হয়েছিলেন তিনি একটি ছক্কার পর মেরেছিলেন একটি চার। পরের বলেই রিভার্স সুইপ করতে গিয়ে শর্ট থার্ডম্যান অঞ্চলে তানজিমের ক্যাচে ফিরে যেতে হয় এই ব্যাটারকে। পান্তের ব্যাট থেকে আসে ২৪ বলে ৩৬ রান।

এরপর দুবে ও হার্দিক পান্ডিয়া মিলে ভারতের ইনিংস টানতে থাকেন। নিজের তৃতীয় ওভারে এসে দুবেকে বোল্ড করে আউট করেন রিশাদ। ২৭ বলে হাঁফ সেঞ্চুরি তুলে নিয়ে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন হার্দিক পান্ডিয়া। ইনিংস জুড়ে ৩টি ছক্কার সঙ্গে মেরেছেন ৪টি চার। আর ৩ রান নিয়ে অপরাজিত ছিলেন অক্ষর প্যাটেল। আর তাতেই বিশাল পুঁজি নিশ্চিত হয়ে যায় ভারতের।

সংক্ষিপ্ত স্কোর-

ভারত- ১৯৬/৫ (২০ ওভার) (রোহিত ২৩, কোহলি ৩৭, পান্ত ৩৬, দুবে ৩৪, হার্দিক ৫০*; রিশাদ ২/৪৩, তানজিম ২/৩২)

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ