ঢাকা, শনিবার, ৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

৩৬ বছরের ইতিহাস পাল্টনোর লক্ষ্যে কোয়ার্টার ফাইনালে জার্মানি মুখোমুখি স্পেন, দেখেনিন পরিসংখ্যান

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৪ জুলাই ০৫ ১৬:৩০:২৬
৩৬ বছরের ইতিহাস পাল্টনোর লক্ষ্যে কোয়ার্টার ফাইনালে জার্মানি মুখোমুখি স্পেন, দেখেনিন পরিসংখ্যান

আজ রাতে মুখোমুখি হচ্ছে ইউরো কাপের শক্তিশালী দুই দল স্পেন ও জার্মানি। ইউরো চ্যাম্পিয়নশিপের ইতিহাস বলছে এই টুর্নামেন্টে সবচেয়ে সফল দল স্পেন ও জার্মানি। দুই দল সমান তিনবার করে ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে। তবে এবার কোয়ার্টার ফাইনালে দেখা হয়ে গেল দুই দলের। যেটিকে ফাইনালের আগে আরেক ফাইনাল ভাবা হচ্ছে।

বাংলাদেশ সময় স্টুটগার্টে আজ রাত দশয়টায় মুখোমুখি হবে দুই দল। স্বাগতিক হওয়াতে ম্যাচে বাড়তি সুবিধা পাবে জার্মানরা। কিন্তু সাম্প্রতিক ফর্ম এগিয়ে রাখছে স্প্যানিয়ার্ডদের। বল মাঠে গড়ানোর আগে একনজরে দেখে নেওয়া যাক দুই দলের পরিসংখ্যান:

বড় আসর গুলো দীর্ঘ ৩৬ বছর যাবৎ জার্মানিকে হারাতে পারছে না স্পেন। জার্মানদের বিপক্ষে লা রোজাদের সবশেষ জয়টি ১৯৮৮ সালের ইউরোতে। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল দল জার্মানি ও স্পেন। দুটি দলই সমান তিনবার করে চ্যাম্পিয়ন হয়েছে তারা।

শেষবার ২০১৬ সালে ইউরোর সেমিফাইনালে উঠেছিল জার্মানি। সবশেষ দুটি বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছে জার্মানি। শেষ ষোলাতে ডেনমার্ককে ২-০ গোলে হারিয়েছে জার্মানি। আর জর্জিয়াকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে স্পেন।

এবারের আসরের একমাত্র দল হিসেবে চার ম্যাচের সবকটিতেই জিতেছে স্পেন। জার্মানি চার ম্যাচের তিনটি জিতেছে। অন্যটি ড্র করেছে। শেষবার ২০১৪ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি। শেষবার স্পেন বড় সাফল্য পেয়েছে ২০১২ সালে। সেটি ইউরো চ্যাম্পিয়নশিপে। ইতিহাসের প্রথম দল হিসেবে ইউরো-বিশ্ব-ইউরো জিতেছিল তারা।

মুখোমুখি লড়াইয়ে ২৬ ম্যাচের নয়টিতে জিতেছে জার্মানি। আটটিতে জয় স্পেনের। বাকি আটটি ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়েছে। প্রতিযোগিতার মঞ্চে জার্মানদের বিরুদ্ধে সবশেষ ছয় ম্যাচের একটিতেও জিততে পারেনি স্পেন। এর মধ্যে হার আছে চারটি।

২০০৮ সাল থেকে এই পর্যন্ত দুই দলের দেখা হয়েছে সাতবার। এর মধ্যে স্পেন জিতেছে তিনটিতে। জার্মানি একটিতে। বাকি তিন ম্যাচ ড্র হয়েছে। শেষ পাঁচ ম্যাচের চারটিতে জিতেছে স্পেন। অন্য ম্যাচটিতে হেরেছে তারা। জার্মানিও শেষ পাঁচ ম্যাচের চারটিতে জিতেছে। অন্যটিতে ড্র করেছে তারা। সবশেষ ২০২২ বিশ্বকাপে দুই দলের দেখা হয়েছিল। সেই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ