ঢাকা, রবিবার, ৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

মেজর লিগ ক্রিকেটের প্রথম ম্যাচের একাদশে সাকিবকে রাখা হবে কিনা জানিয়ে দিল নাইট রাইডার্স

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৪ জুলাই ০৫ ২৩:০৮:২৭
মেজর লিগ ক্রিকেটের প্রথম ম্যাচের একাদশে সাকিবকে রাখা হবে কিনা জানিয়ে দিল নাইট রাইডার্স

মেজর লিগ ক্রিকেটে এবার লসএঞ্জেলেস নাইট রাইডার্সে হয়ে খেলবেন বাংলাদেশের সাকিব আল হাসান। দলটির নাম শুনে বুঝতে পারছেন কলকাতা নাইট রাইডার্সের আরও একটি দল। কলকাতা নাইট রাইডার্স হয়ে সাকিবের সাফল্যের কথা সবারই জানা। লসএঞ্জেলেসের হয় সেই কাজের পুনরাবৃত্তি কি আসলে সাকিব করতে পারবেন কিনা সেইটা এখন দেখার বিষয়।

গেল আসরটি মোটেই ভালো যায়নি নাইট রাইডার্সের। আসর শেষ করেছিল ছয়টা নম্বরে থেকে। ৬ দলের মধ্যে চারটা দল পরের পর্বে যাওয়ার সুযোগ পাবে। লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স কি এবার সেই বাধা আসলে উৎরাতে পারবে কিনা তা দেখার বিষয়। তবে সাকিব একাদশে সুযোগ পাবেন কিনা তা নিয়ে আসলে একটু আলোচনা করতে চাই।

সাকিবের দলে এর আগে থেকেই মানে গেল মৌসুমী দিয়ে বিদেশীরা খেলেছিল তাদের মধ্য থেকে পাঁচজনকে লসএঞ্জেলেস রাইডার্স ধরে রেখেছেন। নামগুলো বলছি আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, অ্যাডাম জাম্পা, জনশন এবং জেসন রয় এই পাঁচজনকে আগের মৌসুমের দলের থেকে ধরে রেখেছেন করেছে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স।

দলের অন্তত ৯ জন বিদেশি রাখার সুযোগ আছে। এর মধ্যে ৫ জনের পরে প্রথম নামটা কিন্তু সাকিব আল হাসান। তাকে দলে ভিড়িয়েছে লসএঞ্জেলেস নাইট রাইডার্স। এছাড়া ডেভিড মিলার, উসুয়ালি আফগানিস্তানের আসসালাম। এই ৯ জনকে আপনারা নাইট রাইডার্স শিবিরে বিদেশি কোটায় খেলতে দেখবেন।

এখন কথা হচ্ছে এই ৯ জনের মধ্যে ৬ জন খেলতে পারছেন একাদশে। সাকিবের সম্ভাবনা আসলে কতটুকু। নিশ্চিতভাবেই যে পাঁচজনকে রিটেন করেছে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স তাদেরকে শুরুর একাদশে দেখার সম্ভবনা বেশী। আন্দ্রে রাসেল, সুনীল নারিন নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি সাথে এই দুইটা নাম আসলে ওতপ্রোতভাবে জড়িত। এ দু'জন নিশ্চিতভাবে হয়তো খেলবেন। সাথে খেলবেন জেসন রয়। তারা তিনজন নিশ্চিতভাবেই হয়তো খেলছেন। সেক্ষেত্রে সাকিবের মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ডেভিড মিলার সাথে প্রোপার ব্যাটার হওয়ার কারণে এগিয়ে থাকবেন তিনি।

আবার এক জন স্পিনার খেলালে অ্যাডাম জাম্পার সাথে কিন্তু সাকিবের প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। তবে যেহেতু অলরাউন্ডারদের গুরুত্ব অনেক বেশি সেক্ষেত্রে অ্যাডাম জাম্পার তুলনায় সাকিব কিন্তু একটু এগিয়ে থাকবেন। কারণ ৫ জন একাদশে খেলাতে হয় আমেরিকান থেকে যারা যারা এই সুপারস্টারদের নিশ্চিতভাবেই নামে ভারে বা স্কুলের দিক থেকে অনেকখানি পিছিয়ে।

সে কারণেই প্রতিটা দলের চেষ্টা করে আমেরিকানদের উপর একটু কম ভরসা করে অলরাউন্ডার কোটাতে যাতে বেশি ক্রিকেটার খেলানো যায়। সেক্ষেত্রে আমেরিকানদের ইনভারমেন্ট একটু কম থাকলেও দলের উপর প্রভাব পড়ে কম। সেকারণে আসলে বলা হচ্ছে যে একাদশে সাকিব আর থাকা সম্ভব না কিন্তু অনেক আছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ