এক নজরে দেখেনিন কে কত টাকা পুরস্কার পাবে কোপা ও ইউরো জয়ীরা

কোপা আমেরিকা এবারের আসরের দুই ফাইনালিস্ট চুড়ান্ত হয়েছে। ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কলম্বিয়া। চলতি আসরে ফাইনালে যাওয়াতে ফেবারিট ছিল আর্জেন্টিনা। বর্তমানে তারা উড়ন্ত ছন্দে আছে এইটা সবার জানা। কলম্বিয়া কঠিন গ্রুপ থেকে এসেছে। সেমিফাইনালে শক্তিশালী উরুগুয়েকে হারিয়েছে তারা।
উরুগুয়েকে বিদায় করে ২০০১ সালের পর প্রথমবারের মতো ফাইনালে পৌঁছেছে কলম্বিয়া। লিওনেল মেসি ব্যাক-টু-ব্যাক কোপা আমেরিকা ট্রফি জেতার থেকে মাত্র একটি ম্যাচ দূরে। তবে চলতি আসরে সম্ভবত টুর্নামেন্টের সবচেয়ে ফর্মে থাকা দল কলম্বিয়া। রবিবার রাতে কে ট্রফি উচিয়ে ধরবে? সেটা এখন দেখার বিষয়।
এবারের কোপা আমেরিকা জিতলে সবশেষ আসরের তুলনায় প্রায় ৪ গুণ বেশি অর্থ পাবে চ্যাম্পিয়ন দল। বাংলাদেশি মুদ্রায় যা কিনা ২১৮ কোটি টাকারও বেশি। যদিও রানার্স আপ প্রাইজমানি থাকছে এর অর্ধেকেরও অনেক কম। অন্যদিকে ইউরো শিরোপা পুনোরুদ্ধার করলেই সাড়ে তিনশো কোটির বেশি টাকা পাবে স্পেন। যদিও ইংল্যান্ড জিতলে প্রাইজমানি কমে যাবে টুর্নামেন্ট নিয়মের কারণে।
প্রায় মাসখানেকের ফুটবলযজ্ঞ শেষে পর্দা নামার অপেক্ষায় দুই মহাদেশীয় শ্রেষ্ঠত্ব কোপা ও ইউরোর। হিসেব নিকেশ চলছে ফাইনাল নিয়ে। যেখানে গৌরব তো আছেই, অর্থের হিসেবটাও মাথায় রাখতে চাইবে চার ফাইনালিস্ট।
কনকাকাফের সঙ্গে যৌথভাবে এবারের কোপার আয়োজন করেছে কনমেবল। মার্কিন মুলুকে কেবল আসরের জৌলুস নয়, বাড়ানো হয়েছে প্রাইজমানির পরিমাণও। শুধু অংশগ্রহণ করলেই ৩ মিলিয়ন ডলার। এরপর শীর্ষ চার দলের মাঝে ভাগ করে দেওয়া হবে আরও ৬০ মিলিয়ন। সব মিলিয়ে হিসেব টানলে কোপার চ্যাম্পিয়ন দলের কোষাগারে জমা হবে বাংলাদেশি মুদ্রায় ২১৮ কোটি টাকারও বেশি। গতবারের তুলনায় যা কিনা ৪ গুণ।
২০২১ সালে ব্রাজিলে হওয়া কোপার সবশেষ আসরে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন প্রাইজমানি হিসেবে পেয়েছিল ৫৫ কোটি টাকা। এবার রানার্স আপ হলেও, সে তুলনায় আড়াই গুণ বেশি টাকা পাবে আলবিসেলেস্তারা। আর্জেন্টিনার সামনে এখন ইতিহাসের প্রথম দল হিসেবে টানা দুই কোপা জেতার পাশাপাশি এই বিপুল পরিমাণ অর্থ ফেডারেশনের কোষাগারে জমা করার বিষয়টাও মাথায় থাকবে। বলে রাখা ভালো, পৃথিবীর সবচেয়ে পুরনো এই ফুটবল টুর্নামেন্টের ইতিহাসে এত বিশাল অঙ্কের প্রাইজমানির নজির এবারই প্রথম। অর্থের কথা বললে ইউরো চ্যাম্পিয়নশিপ আসবে আগে। আঞ্চলিক শ্রেষ্ঠত্বের কোনো আসরে এত বেশি টাকার ঝনঝনানি দেখার নজির নেই আর কোথাও। গতবারের তুলনায় প্রাইজমানির পরিমাণ প্রায় একই রকম থাকলেও সেই সংখ্যাটাও যে কারো মাথা ঘুরিয়ে দিতে বাধ্য।
ইউরোর প্রাইজমানি বণ্টনের হিসেবটা কিছুটা ভিন্ন। অংশগ্রহণ ফি থেকে শুরু করে ম্যাচপ্রতি জয়ের হিসেবে আলাদা করে টাকা ঢুকবে দলগুলোর একাউন্টে। রাউন্ড অব সিক্সটিন থেকে ফাইনাল, রাউন্ড প্রতি যত এগোবে কোনো দল, নামের পাশে যোগ হবে তত বেশি অর্থ। তাই তো দুই ফাইনালিস্ট স্পেন ও ইংল্যান্ডের জন্য প্রাইজমানির পরিমাণ ভিন্ন ভিন্ন। গ্রুপ রাউন্ডে সবগুলো ম্যাচ জেতায় থ্রি লায়ন্সের তুলনায় ১ মিলিয়ন ইউরো বেশি পাবে লা রোহা। বাংলাদেশি মুদ্রায় যা কিনা ৩৬০ কোটি টাকার বেশি। অন্যদিকে চ্যাম্পিয়ন হলেও গ্রুপ পর্বে দুই ম্যাচ ড্র করায় অর্থ কম পাবে সাউথগেট শিবির।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চুপ্পুকে সরিয়ে জাতীয় নির্বাচনে আগে নতুন রাষ্ট্রপতি চান পিনাকি
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: প্রথম ওয়ানডেতে লড়াকু টার্গেট দিল শ্রীলঙ্কা
- ৮ গোল: শেষ হলো বাংলাদেশ বনাম বাহারাইনের মধ্যকার ম্যাচের ৯০ মিনিটের খেলা
- নারী এশিয়ান কাপ বাছাইপর্ব পয়েন্ট টেবিল: গ্রুপ সি-তে উড়ছে বাংলাদেশ
- মাহিয়া মাহির মৃত্যু গুজব: সত্য ও মিথ্যার বিশ্লেষণ
- জেতা ম্যাচ হেরে যা বললেন বাংলাদেশ অধিনায়ক মিরাজ
- ফাফ ডু প্লেসির ডাবল সেঞ্চুরি রেকর্ডে কাঁপছে ক্রিকেট বিশ্ব
- চেলসি বনাম পালমেইরাস কোয়ার্টার-ফাইনাল: ১-০ গোলে প্রথমার্ধ শেষ
- পিএসজি বনাম ইন্টার মায়ামি: ৪-০ গোলে শেষ হলো ম্যাচ
- আল-হিলাল বনাম ফ্লুমিনেন্স: নাটকীয়ভাবে শেষ হলো কোয়ার্টার ফাইনাল ম্যাচ
- কফিনবন্দি হয়ে ফিরলেন ফখরুল, চোখের জলে ভেসে গেল শেষ বিদায়
- শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন
- বাংলাদেশ বনাম মিয়ানমার: আবারও গোল, ৯০ মিনিটের খেলা শেষ
- বাংলাদেশ বনাম মিয়ানমার: লাইভ দেখবেন যেভাবে
- অ-১৮ এশিয়া কাপে জাপানের কাছে ১১-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ