ঢাকা, শনিবার, ৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

৪৪৬ রান করে বিসিবিকে চমকে দিলেন মোহাম্মদ আশরাফুল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৪ জুলাই ১৩ ১৪:৩৬:০০
৪৪৬ রান করে বিসিবিকে চমকে দিলেন মোহাম্মদ আশরাফুল

বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপার স্টার মোহাম্মদ আশরাফুল। দীর্ঘ ১১ বছর যাবৎ জাতীয় দলের বাইরে আছেন তিনি। এখন আর জাতীয় দলে ফেরার সম্ভাবনা নাই তার। কেননা বাংলাদেশের ক্রিকেটে এমন রেকর্ড নেই। যেখানে বাংলাদেশ জাতীয় দলে ভালো খেলেও বাদ পড়তে হয় মুশফিক, তামিম ও রিয়াদদের। সেখানে মোহাম্মদ আশরাফুলের জাতীয় দলে ফেরাতো অসম্ভব।

তবে ক্রিকেট থেকে দূরে থাকতে পারেন না তিনি। কেননা তার রক্তে মিশে আছে ক্রিকেট। তাই তো ভিন দেশি বিভিন্ন ডিভিশন খেলে বেড়াচ্ছে তিনি। এখনো আশরাফুলকে বাংলাদেশ জাতীয় দলে জার্সি গায়ে দেখতে চান বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা।

সম্প্রতি সময়ে ইংল্যান্ডের ডিভিশন ১-এ ল্যাশিং ওয়ার্ল্ডের হয়ে খেলছেন আশরাফুল। পোর্টসমাউথ ক্রিকেট ক্লাবের মৌসুমের প্রথম সেঞ্চুরি করেছেন তিনি। ওয়াটারলুভিলের বিপক্ষে ইংল্যান্ড সাউদার্ন লীগ ডিভিশন ওয়ান এ ১১৫ রান করেছেন তিনি। এখন পর্যন্ত আশরাফুল ৭ ম্যাচে ৪ হাফ সেঞ্চুরি ও ১টি সেঞ্চুরি সহ ১১২ গড়ে করেছেন ৪৪৬ রান।

এক নজরে দেখেনিন আশরাফুলের স্কোর গুলো--

১। ১ম ম্যাচ - ৬৪ রান (আউট)

২। ২য় ম্যাচ - ২৩ রান (অপরাজিত)

৩। ২য় ম্যাচ - ৭৫ রান (অপরাজিত)

৪। ৪র্থ ম্যাচ - ৩৪ রান (আউট)

৫। ৫ম ম্যাচ - ৬৯ রান (আউট)

৬। ৬ষ্ঠ ম্যাচ - ৬৬ রান (অপরাজিত)

৭। ৭ম ম্যাচ - ১১৫ রান (আউট)

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ