ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

বিশ্ব রের্কড: ইতিহাসে প্রথমবারের মতো ছয়জন জিতলেন গোল্ডেন বুট

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৪ জুলাই ১৫ ০৫:৪৮:৪৯
বিশ্ব রের্কড: ইতিহাসে প্রথমবারের মতো ছয়জন জিতলেন গোল্ডেন বুট

ইউরো কাপের ফাইনালে ইংল্যন্ডকে ২-১ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুললো স্পেন। ইউরোতে প্রথমবারের মতো ছয়জন একসঙ্গে জিতলেন গোল্ডেন বুটের পুরষ্কার। ফাইনালে এই পুরষ্কার জেতার লড়াইয়ে ছিলেন ইংল্যান্ডের হ্যারি কেইন এবং স্পেনের দানি ওলমো। তবে ফাইনালে কেউই জালের দেখা পাননি।

এবারের ইউরোতে ৩টি করে গোল করেন স্পেনের দানি ওলমো, ইংল্যান্ডের হ্যারি কেইন, জার্মানির জামাল মুসিয়ালা, নেদারল্যান্ডসের কোডি গাকপো, স্লোভেনিয়ার ইভান শারাঞ্জ ও জর্জিয়ার জর্জেস মিকাউতাদজে। তবে ফাইনালে এককভাবে সর্বোচ্চ গোল করে গোল্ডেন বুট জেতার সুযোগ ছিল শুধু দুইজন ফুটবলারের। আর তারা হলেন স্পেনের ওলমো এবং ইংল্যান্ডের হ্যারি কেইন। তবে দুইজনের একজনও জালের দেখা পাননি আজ।

আর এর ফলে ইতিহাসে প্রথমবারের মতো এত বেশি সংখ্যক গোল্ডেন বুটজয়ী ফুটবলার দেখলো ইউরো টুর্নামেন্ট। টুর্নামেন্টে এখন পর্যন্ত তিন গোল করেছেন ছয়জন ফুটবলার।

এবারের ইউরোতে গোল্ডেন বুট জিতেছেন

১. হ্যারি কেইন (ইংল্যান্ড)২. দানি ওলমো (স্পেন)৩. কডি গাকপো (নেদারল্যান্ডস)৪. জামাল মুসিয়ালা (জার্মানি)৫. জর্জেস মিকাউতাদজে (জর্জিয়া)৬. ইভান শারাঞ্জ (স্লোভাকিয়া)

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ