মেসিদের বিরুদ্ধে ক্ষুব্ধ ফ্রান্স যাচ্ছে ফিফায়

সদ্য শেষ হয়েছে কোপা আমেরিকার এবারের আসর। চলতি আসরে কলম্বিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। উদযাপনে মাতে পুরো আর্জেন্টিনা দল। টানা দুইবার কোপা আমেরিকার শিরোপা জিতলো আর্জেন্টিনা। তবে হুট করে তাদের বিরুদ্ধে উঠলো গুরুত্বর অভিযোগ।
মেসিদের ওপর আসলো বর্ণবিদ্বেষের অভিযোগ। শিরোপা উদযাপন করতে গিয়েই মাত্রা পার করে ফেলেছেন আর্জেন্টিনার ফুটবলারেরা। কাতার বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে শিরোপা জেতে আর্জেন্টিনা। সেই শিরোপা জেতার কথাও কোপা আমেরিকার উদযাপনে উঠে এসেছে। সেখানেই বর্ণবাদী আচরণ করে বসেন আর্জেন্টিনার ফুটবলাররা। বিশ্বজয়ীদের এমন ‘কীর্তি’ ধরা পড়েছে এনজো ফার্নান্দেজের করা ভিডিওতে। ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনা এবং ফ্রান্সের সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা দেখা গিয়েছিল, বাগ্যুদ্ধ পৌঁছেছিল চরম পর্যায়।
সে সময় দু’দেশের সমর্থকদের একাংশের বিরুদ্ধে উঠেছিল বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগ। দুই বছর পরেও সেটা ভালোভাবেই মনে রাখছে আর্জেন্টিনা। কলম্বিয়াকে হারিয়ে রেকর্ড ১৬ বার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েও ফ্রান্সকে নিয়ে খোঁচা দিতে ভুল করেনি আর্জেন্টিনার ফুটবলাররা।
সোশ্যাল মিডিয়াতে এনজো ফার্নান্দেজের করা ভিডিওতে দেখা যায়, ফ্রান্স দলে থাকা আফ্রিকান বংশোদ্ভূত খেলোয়াড়দের নিয়ে মজা করছেন তারা। ২০২২ বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জেতার পর কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে বর্ণবাদী গান বানিয়েছিলেন আর্জেন্টাইন সমর্থকরা।
ফার্নান্দেজের ভিডিওতে এবার সেই গানটিই গাইতে শোনা গেছে। এরইমাঝে কোনো এক সতীর্থ এনজোকে ভিডিও বন্ধ করতে বললে, তিনি তা বন্ধ করে দেন। বার্তা সংস্থা এএফপির সূত্রমতে, এই বিষয়টি নিয়ে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন এবং ফিফাকে চিঠি দেবে ফ্রান্স ফুটবলের সর্বোচ্চ সংস্থা এফএফএফ। গত বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার সমর্থকদের একাংশ ফরাসিদের যে ভাবে বিদ্রুপ করতেন, তেমনই শব্দ শোনা গিয়েছে। যার অর্থ, ফ্রান্সের জাতীয় দলের সব ফুটবলারই আসলে অ্যাঙ্গোলার। তাদের বাবা-মায়েরা আফ্রিকার বিভিন্ন দেশ থেকে এসেছেন। কেউ ফরাসি নন।
শিরোপার লড়াইয়ে রোববার কলম্বিয়াকে হারানোর পর টিম বাসে বসে ইনস্টাগ্রামে লাইভ করছিলেন ফার্নান্দেজ। এসময় আর্জেন্টাইন খেলোয়াড়দের বর্ণবাদী গানটির প্রথম দুই লাইন গাইতে শোনা যায়। গানটির কথাগুলো এমন, ‘পাসপোর্টে তাদের ফ্রেঞ্চ জাতীয়তা, শোনা, কথাটি ছড়িয়ে দাও, তারা ফ্রান্সে খেলে, কিন্তু তারা সবাই…।’ এটুকু গাওয়ার পর কেউ একজন ভিডিও বন্ধ করতে বলেন ফার্নান্দেজকে। সঙ্গে সঙ্গে লাইভ বন্ধ করে দেয়া হয়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জামায়াত, বিএনপি, এনসিপি অনড়, সত্যি হতে চলেছে সেনা প্রধানের ভবিষ্যদ্বাণী
- শেষ হলো বাংলাদেশ বনাম পার্থ স্কর্চার্সের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- বিক্রেতা সংকট: সর্বোচ্চ দরবৃদ্ধি পেয়ে হল্টেড ৮ কোম্পানি
- রাষ্ট্রপতির ছবি সরানো নিয়ে তোলপাড়, নীরব বিদায়ের ইঙ্গিত?
- চমক দেখালো ‘বি’ ক্যাটাগরির শেয়ার
- বিনিয়োগকারীদের চাহিদার শীর্ষে ৮ কোম্পানির শেয়ার
- আজকের সকল দেশের টাকার রেট(১৮ আগস্ট ২০২৫)
- উপদেষ্টা আসিফের বাবা বিল্লাল মাস্টারকে গ্রেপ্তার করা হোক, সবকিছু বেরিয়ে যাবে
- বিক্রেতা সংকটে হল্ডেট ৩ কোম্পানি
- ‘বি’ ক্যাটাগরির শেয়ারে চমক
- ১৯তম শিক্ষক নিবন্ধনে যুগান্তকারী পরিবর্তন, বয়সেও আসছে ছাড়
- সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের ম্যাচ কবে কখন কোথায় ও লাইভ দেখার উপায়
- আজ বাংলাদেশে ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার মূল্য
- আজকের খেলার সূচি:টপ এন্ড টি-টোয়েন্টি ওঅস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা
- শুরু বাংলাদেশ বনাম পার্থ স্কর্চার্স ম্যাচ, লাইভ দেখুন এখানে