ঢাকা, শনিবার, ৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

সদ্য শেষ হওয়া কোপা আমেরিকাতে ফাউলের বিশ্ব রেকর্ড

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৪ জুলাই ১৭ ১২:২৩:৪৬
সদ্য শেষ হওয়া কোপা আমেরিকাতে ফাউলের বিশ্ব রেকর্ড

সদ্য শেষ হয়েছে কোপা আমেরিকার এবারের আসর। চলতি আসরে কলম্বিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। উদযাপনে মাতে পুরো আর্জেন্টিনা দল। টানা দুইবার কোপা আমেরিকার শিরোপা জিতলো আর্জেন্টিনা। তবে কোপা আমেরিকাতে এক অন্য রকম রেকর্ড দেখেছে ফুটবল সমর্থকরা।

ফাউলের রেকর্ড গড়েছে কলম্বিয়া। তারা ফুটবল নয় যেন মাঠে কুস্তি লড়তে যায়। এই কলম্বিয়ার বিপক্ষে খেলতে গিয়ে ইনজুরি পড়ে দীর্ঘ দিন ধরে মাঠের বাইরে নেইমার। সদ্য কোপা আমেরিকাতেও ভয়াবহ ফাউলের শিকার হয়ে মাঠ ছাড়েন মেসি।

সদ্য কোপা আমেরিকাতে ফাউলের দিক দিয়ে সবার উপরে আছে কলম্বিয়া। ৯৪টি ফাউল করেছে কোপা আমেরিকার রার্নাস আপ কলম্বিয়া। এর পরের অবস্থানে আছে সেমি ফাইনাল থেকে বিদায় নেয়া উরুগুয়ে। সদ্য শেষ হওয়া আসরে ৯০টি ফাউল করেছে লুইস সুয়ারেজরা।

তৃতীয় অবস্থানে আছে কানাডা। প্রথমবারের মত কোপাতে সুযোগ পেয়ে সেমি ফাইনাল খেলে দলটি। সেমি ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেয় তারা। সদ্য শেষ হওয়া আসরে ৮৪টি ফাউল করে কানাডা। ৪র্থ অবস্থানে আছে কোপার শিরোপা জয়ী দল আর্জেন্টিনা। এই আসরে ৬১টি ফাউল করেছে মেসি ডি-পলরা।

৫ম স্থানে আছে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়া পানামা। সদ্য শেষ হওয়া টুর্নামেন্টে ৫৬টি ফাউল করে তারা। সাবার নিচে আছে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়া ব্রাজিল। এবারের আসরে ৫৫টি ফাউল করে ব্রাজিল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ