ঢাকা, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১

জনপ্রিয় ধারাভাষ্যকর হার্শা ভোগলের লিটন মিরাজকে নিয়ে করা পোস্ট ভাইরাল, উঠলো আলোচনার ঝড়

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ সেপ্টেম্বর ০১ ২৩:৩৮:৫৮
জনপ্রিয় ধারাভাষ্যকর হার্শা ভোগলের লিটন মিরাজকে নিয়ে করা পোস্ট ভাইরাল, উঠলো আলোচনার ঝড়

চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। প্রথম ইনিংসে ২৭৪ রানে অল-আউট হয় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তবে লিটন ও মিরাজের দুর্দান্ত ব্যাটিংয়ে ২৬২ রানে অল-আউট হয় বাংলাদেশ। মিরাজ করেন ৭৮ রান ও লিটন দাস করেন ১৩৮ রান। তাদের দুজনের কারণেই মাত্র ১২ রানের লিড পেয়েছে পাকিস্তান।

১২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করে পাকিস্তান। নিজের প্রথম আর ইনিংসের দ্বিতীয় ওভারেই হাসান মাহমুদের আঘাত। অফ স্টাম্পের অনেক বাইরের বল জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন আবদুল্লাহ শফিক (১০ বলে ৩ রান)।

হাসান প্রথম ইনিংসে উইকেট পাননি। তবে ব্যাট হাতে ৫১ বলে ১৩ রানের ধৈর্যশীল এক ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে বল হাতে নিয়েই উইকেট! আবদুল্লাহ শফিক আউট হওয়ার পর নাইটওয়াচম্যান হিসেবে নেমেছিলেন খুররম শেহজাদ। তাঁকে বোল্ড করে দিয়েছেন হাসান মাহমুদ। দ্বিতীয় ইনিংসে ৯ রান তুলতেই ২ উইকেট হারাল পাকিস্তান। আর এরই মধ্যে দিয়ে শেষ হলো তৃতীয় দিনের খেলা।

লিটন মিরাজকে নিয়ে পোস্ট করেন জনপ্রিয় ধারাভাষ্যকর হার্শা ভোগলে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স লিখেন, The two best cricketers from Bangladesh at the moment, @Officialmiraz and @LittonOfficial have given their team a great chance of winning a series. Have often said Litton is the best white ball batter in Bangladesh but I hope this test century expands his ambition.

রেকর্ড গুলো এখানে:

দলের স্কোর ৫০ রানও হয়নি, কিন্তু প্রথম পাঁচের পর ব্যাটিংয়ে নেমে তিনটি সেঞ্চুরি—প্রথম ব্যাটসম্যান হিসেবে এমন কীর্তি গড়লেন লিটন দাস। আজ রাওয়ালপিন্ডির আগে ২০২১ সালে চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে ১১৪ রান করেছিলেন বাংলাদেশ দল ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে ফেলার পর। পরের বছর মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে ১৪১ রান করেন বাংলাদেশ ২৪ রানে ৫ উইকেট হারিয়ে ফেলার পর।

দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দেশের বাইরে এক টেস্টে ৫ উইকেট ও ফিফটি পেয়েছেন মিরাজ। প্রত্যাশিতভাবেই প্রথম এই কীর্তি করেছেন সাকিব আল হাসান। দুটোই ওয়েস্ট ইন্ডিজর মাটিতে, তাদের বিপক্ষেই। একটি ২০০৯ সালে অন্যটি ২০১৮ সালে। সব মিলিয়ে সাকিব এই কীর্তি গড়েছেন আটবার। মিরাজ করেছেন দুইবার।

রেকর্ডটি হয়েছে সিরিজের প্রথম টেস্টে। রাওয়ালপিন্ডিতে প্রথম ইনিংসে সপ্তম উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ ১৯৬ রানের জুটি গড়েছিলেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান।

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন ১৬৫ রানের জুটি গড়েছেন মিরাজ ও লিটন। যা টেস্টে সপ্তম উইকেটে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ। ১৪৭ বছরের টেস্ট ইতিহাসে ৫০ রানের কমে ষষ্ঠ উইকেট পতনের পর সপ্তম উইকেটে সবচেয়ে বড় জুটি এটা।

৮ নম্বর কিংবা এর পরে নেমে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ফিফটি:

৭—মেহেদী হাসান মিরাজ

৬—মাহমুদউল্লাহ

৫—মোহাম্মদ রফিক

৩—মাশরাফি বিন মুর্তজা

৩—মুশফিকুর রহিম

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে