ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

২ বছরের নিষেধাজ্ঞার মুখোমুখি ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ এপ্রিল ২৩ ২০:৩১:১০
২ বছরের নিষেধাজ্ঞার মুখোমুখি ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস

নিজস্ব প্রতিবেদক: মাঠে তার ক্ষিপ্র গতি, ড্রিবলিং আর গোল করার ক্ষুধা প্রতিপক্ষকে কাঁপিয়ে দেয়। রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়াস জুনিয়র যখন বল পায়ে এগিয়ে আসেন, তখন দর্শকদের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। তবে এবার মাঠের বাইরে এক অন্যরকম ‘গেমে’ জড়িয়ে গেছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার—যার ফল হতে পারে ভয়াবহ।

স্প্যানিশ দৈনিক মার্কা-এর প্রতিবেদন অনুযায়ী, ভিনিসিয়াস একাধিক পেশাদার ফুটবল ক্লাবের মালিকানায় বিনিয়োগ করেছেন। বিষয়টি যে শুধু আলোচনার জন্ম দিয়েছে তা নয়, বরং ফিফার নিয়ম লঙ্ঘনের অভিযোগে তার ক্যারিয়ারই এখন হুমকির মুখে। অভিযোগ প্রমাণিত হলে সব ধরনের ফুটবল কার্যক্রম থেকে দুই বছরের নিষেধাজ্ঞা পেতে পারেন তিনি।

এমন কোনো গুজব নয়, বিষয়টি নিয়ে ফিফার কাছে সরাসরি অভিযোগ করেছে টিবেরিস হোল্ডিং দো ব্রাজিল নামের একটি প্রতিষ্ঠান। তারা দাবি করেছে, ‘আজেন্সিয়ামেন্তো এস্পোর্তিভো’ নামের একটি এজেন্সির মাধ্যমে ব্রাজিল ও পর্তুগালের কয়েকটি ক্লাবের মালিক হয়েছেন ভিনি। এসব ক্লাবের মধ্যে পর্তুগিজ ক্লাব আলভেরকা-এর নামও উঠে এসেছে prominently।

ফিফার নিয়ম অনুযায়ী, কোনো পেশাদার ফুটবলার একাধিক ক্লাবের মালিক হতে পারেন না। কারণ এতে স্বার্থের সংঘাত সৃষ্টি হয়, যা ফুটবলের মৌলিক নীতির বিরুদ্ধে যায়।

তবে আশার কথা হচ্ছে, এখনো সব শেষ হয়ে যায়নি। ধারণা করা হচ্ছে, ভিনিসিয়াস যদি মালিকানা ছেড়ে দেন এবং আর্থিক জরিমানা পরিশোধ করেন, তাহলে তিনি নিষেধাজ্ঞা এড়িয়ে যেতে পারেন। তবে এমন পরিস্থিতিতেও তার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে তাতে সন্দেহ নেই।

ভবিষ্যতের পথে পা বাড়াতে গিয়ে ব্যবসার মাঠে পা দিলেন ভিনি। কিন্তু এই মঞ্চে প্রতিপক্ষ আর রেফারি নেই—আছে কড়া নিয়ম আর শাস্তির সম্ভাবনা। এখন দেখার বিষয়, তিনি কিভাবে এই পরিস্থিতি সামাল দেন। ফুটবলপ্রেমীরা চান, মাঠেই থাকুন ভিনি—ঝলকে উঠুক তার জাদুকরী ফুটবল, ঝামেলার ছায়া নয়!

মোঃ রাজিব/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ