মাঠের বাইরেও এল ক্লাসিকো: রিয়াল, বার্সা ও বায়ার্নের ত্রিমুখী লড়াই
নিজস্ব প্রতিবেদক: মাঠের এল ক্লাসিকোতে বারবার ব্যর্থ হলেও দলবদলের বাজারে যেন নতুন এক এল ক্লাসিকোর মঞ্চ তৈরি করছে রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমে বার্সেলোনার বিপক্ষে তিন ম্যাচেই হেরে গেছে লস ব্লাঙ্কোস। তিন ম্যাচে মোট গোল হজম করতে হয়েছে ১২টি, গোল করতে পেরেছে মাত্র ৪টি। তবে মাঠের সেই হারই যেন রিয়ালকে বাইরের লড়াইয়ে আরও আগ্রাসী করে তুলেছে।
এবার রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার এই সংঘাতের কেন্দ্রবিন্দুতে জার্মান সেন্টারব্যাক জোনাথন তাহ। ২৯ বছর বয়সী বায়ার লেভারকুসেন ডিফেন্ডারকে দীর্ঘদিন ধরেই নজরে রেখেছে বার্সেলোনা। এমনকি স্প্যানিশ দৈনিক ডিয়ারিও এএস জানিয়েছে, ক্যাম্প ন্যু বোর্ডের সঙ্গে এক প্রকার প্রাক-চুক্তিতেও পৌঁছে গিয়েছিলেন তাহ। তবে বার্সেলোনার অর্থনৈতিক সংকট এবং খেলোয়াড় নিবন্ধনের জটিলতা সেই আলোচনা থমকে দিয়েছে।
এ সুযোগেই দৌড়ে ঢুকে পড়েছে রিয়াল মাদ্রিদ। শুধু ঢুকেই নয়, বরং এখন বলা হচ্ছে—তাহকে পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে রিয়ালই। এর পেছনে মূল কারণ, বায়ার লেভারকুসেনের বর্তমান কোচ এবং রিয়ালের সাবেক মিডফিল্ডার জাবি আলোনসোর সম্ভাব্য আগমন। জল্পনা চলছে, আগামী মৌসুমেই রিয়াল মাদ্রিদের ডাগআউটে দেখা যেতে পারে এই স্প্যানিয়ার্ডকে। যদি তাই হয়, তাহলে আলোনসোর অধীনে খেলতে যাওয়া তাহের জন্য রিয়াল মাদ্রিদই হতে পারে সবচেয়ে আকর্ষণীয় গন্তব্য।
রিয়াল মাদ্রিদ এখন রক্ষণভাগে চরম সংকটে। চোটের কারণে এডার মিলিতাও ও ডেভিড আলাবা দলের বাইরে। ফলে আগামী মৌসুম শুরুর আগে রক্ষণভাগ শক্তিশালী করাই কোচিং স্টাফ ও ক্লাব ম্যানেজমেন্টের অগ্রাধিকার।
ডিয়ারিও এএস-এর খবরে বলা হয়েছে, “জাবি আলোনসোর সান্তিয়াগো বার্নাব্যুতে আসা এখন সময়ের ব্যাপার। তার পছন্দের তালিকায় জোনাথন তাহের নাম রয়েছে, এবং ক্লাব ম্যানেজমেন্টও ইতোমধ্যে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছে।”
তবে এখানেই শেষ নয়। জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখও আগ্রহ দেখিয়েছে তাহকে নিয়ে। তিন ক্লাবের এই প্রতিযোগিতায় কারা জিতে নেয় তাহকে, সেটাই এখন দেখার বিষয়।
তবে একটি বিষয় মাথায় রাখতে হবে—তাহের বয়স এখন ২৯। আগামী দিনের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় তিনি কতটা মানানসই হবেন, সেটাও বড় প্রশ্ন হয়ে থাকছে রিয়াল বা বার্সার মতো ভবিষ্যতমুখী দলগুলোর জন্য।
মোঃ রাজিব/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- সুখবর: একলাফে কমলো সোনার দাম, জানুন সোনার ভরি কত
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ: টি-২০ সিরিজের পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ, কবে কখন খেলা?
- বাড়লো সোনার দাম, জানুন দুবাইসহ বাংলাদেশে সোনার ভরি কত
- রেকর্ড ১০৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণার তারিখ প্রকাশ
- বাংলাদেশ বনাম থাইল্যান্ড: ৯০ মিনিটের খেলা শেষ, জেনে নিন ফলাফল
- বাংলাদেশ বনাম থাইল্যান্ড: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো ম্যাচ, জেনে নিন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম থাইল্যান্ড ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়,জেনে নিন
- আজ বাংলাদেশ বনাম থাইল্যান্ড ম্যাচ: প্রথমার্ধ শেষ, জেনে নিন সর্বশেষ ফলাফল
- আজ বাংলাদেশ বনাম থাইল্যান্ড ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম থাইল্যান্ড ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- সকালে ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল ম্যাচ: সম্ভাব্য একাদশ ও সময়সূচি
- ব্যাপক হারে কমলো সোনার দাম, জানুন২২ ক্যারেট স্বর্ণের দাম কত
- আজ ৫ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন টানা তিন দিনের ছুটি