ঢাকা, সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

রেল নিয়োগ বিজ্ঞপ্তি: ৮০টি পদে চাকরির সুযোগ, আবেদন ৪ জুন পর্যন্ত

২০২৫ মে ০৪ ১৪:৪৫:৪৬
রেল নিয়োগ বিজ্ঞপ্তি: ৮০টি পদে চাকরির সুযোগ, আবেদন ৪ জুন পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক: নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। প্রতিষ্ঠানটি বিভিন্ন পদে দক্ষ জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন ৪ জুন, ২০২৫ পর্যন্ত। নিচে পদভিত্তিক বিস্তারিত তথ্য টেবিল আকারে তুলে ধরা হলো—

পদের তালিকা ও বেতন

ক্র.পদের নামপদসংখ্যামূল বেতন (৳)
সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) ৫০,৬০০
সহকারী ব্যবস্থাপক (মানবসম্পদ) ৫০,৬০০
সহকারী ব্যবস্থাপক (এস্টেট/লিগ্যাল) ৫০,৬০০
সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) ৫০,৬০০
নিরাপত্তা কর্মকর্তা ৩৬,৮০০
অর্থ কর্মকর্তা ৩৬,৮০০
জুনিয়র রাজস্ব কর্মকর্তা ২৫,৯৯০
অর্থ সহকারী ২১,৩৯০
সেকশন ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) ৩৬,৮০০
১০ সেকশন ইঞ্জিনিয়ার (সিগন্যালিং অ্যান্ড টেলিকমিউনিকেশন) ৩৬,৮০০
১১ সেকশন ইঞ্জিনিয়ার (আরএস প্ল্যানিং/ট্রেনিং/বাজেট) ৩৬,৮০০
১২ সেকশন ইঞ্জিনিয়ার (আরএস স্পেশাল) ৩৬,৮০০
১৩ সেকশন ইঞ্জিনিয়ার (আরএস এয়ারকন) ৩৬,৮০০
১৪ সেকশন ইঞ্জিনিয়ার (আরএস ডোর) ৩৬,৮০০
১৫ সেকশন ইঞ্জিনিয়ার (আরএস বগি) ৩৬,৮০০
১৬ সেকশন ইঞ্জিনিয়ার (আরএস নিউম্যাটিকস) ৩৬,৮০০
১৭ সেকশন ইঞ্জিনিয়ার (পি-ওয়ে) ৩৬,৮০০
১৮ সেকশন ইঞ্জিনিয়ার (প্রকিউরমেন্ট) ৩৬,৮০০
১৯ জুনিয়র মার্কেটিং অফিসার ২৫,৯৯০
২০ পেশ ইমাম ২৩,৪৬০
২১ মোয়াজ্জিন ২১,৩৯০
২২ সেমি স্কিলড মেইনটেইনার ৮০ ২১,৩৯০
২৩ সেমি স্কিলড মেশিন অপারেটর (রোলিং স্টক) ২১,৩৯০
২৪ সেমি স্কিলড ড্রাইভার (সিএমভি) ২১,৩৯০

যেভাবে আবেদন করবেন

যোগ্য প্রার্থীরা http://dmtcl.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে পারবেন। কেবল অনলাইন আবেদন গ্রহণযোগ্য হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইটেই পাওয়া যাবে।

আবেদন ফি

১–৬ ও ৯–১৮ নম্বর পদের জন্য: ২২৩ টাকা (টেলিটক সার্ভিস চার্জসহ)

৭ ও ১৯ নম্বর পদের জন্য: ১৬৮ টাকা

৮ ও ২০–২৪ নম্বর পদের জন্য: ১১২ টাকা

আবেদনের শেষ সময়

৪ জুন, ২০২৫ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

রাজিব/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ