ঢাকা, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

অবসরের ঘোষণা দিলেন রোহিত শর্মা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ মে ০৭ ২১:৪২:২৮
অবসরের ঘোষণা দিলেন রোহিত শর্মা

নিজস্ব প্রতিবেদক: শেষ হলো এক অধ্যায়। সাদা পোশাকে আর দেখা যাবে না হিটম্যান রোহিত শর্মাকে। ১১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানলেন ভারতের এই ব্যাটিং সেনসেশন।

বুধবার (৭ মে) নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন রোহিত শর্মা। এদিন এক আবেগঘন পোস্টে তিনি লেখেন,

"সাদা পোশাকে আমার দেশকে প্রতিনিধিত্ব করা ছিল জীবনের অন্যতম গর্বের বিষয়। আজ টেস্ট ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ যারা বছরের পর বছর ভালোবাসা ও সমর্থন দিয়েছেন। আমি ওয়ানডে ফরম্যাটে দেশের হয়ে খেলা চালিয়ে যাব।"

২০১৩ সালে টেস্ট অভিষেক করা রোহিত খেলেছেন মোট ৬৭টি টেস্ট। করেছেন ৪৩০১ রান, গড় ৪৬-এর কাছাকাছি। তার নামের পাশে রয়েছে ১২টি সেঞ্চুরি ও ১৮টি হাফ-সেঞ্চুরি। ২৪টি ম্যাচে ভারতের নেতৃত্বও দিয়েছেন তিনি।

২০২২ সালে বিরাট কোহলির কাছ থেকে টেস্ট দলের অধিনায়কত্ব পান রোহিত। তবে সাম্প্রতিক সময়ে তার টেস্ট ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। চলমান আইপিএল শেষেই ইংল্যান্ড সফরে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে ভারত। শোনা যাচ্ছিল, সেই সিরিজে নতুন কোনো তরুণ ক্রিকেটারের হাতে তুলে দেওয়া হতে পারে নেতৃত্ব। সেই আলোচনার মধ্যেই এলো রোহিতের টেস্ট থেকে অবসরের ঘোষণা।

রোহিতের বিদায়ে শেষ হলো ভারতীয় ক্রিকেটের আরেক সোনালি অধ্যায়। সাদা পোশাকের লড়াইয়ে তাকে আর দেখা না গেলেও, ওয়ানডে ও আইপিএলে ব্যাট হাতে এখনো দ্যুতি ছড়াবেন হিটম্যান।

মোঃ রাজিব/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ